মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপানে এ কথা জানানো হয়।
এদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
গত ৭ মার্চ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনকে প্রত্যাহার করা হয়। তাকে সেনাবাহিনীতে ফেরত পাঠায় সরকার। ২০১৬ সালের ২ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে মেজর জেনারেল আবুল হোসেনকে বিজিবি মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।