বিদায়েও তিন বন্ধুর একই পোশাক

গাজীপুর : কালিয়াকৈর উপজেলার শেষ প্রান্তের একটি গ্রাম দক্ষিণ মৌচাক। ওই গ্রামেই বেড়ে ওঠেন তিন তরুণ সাকিব, রাজা ও জনি। এক সঙ্গেই চলাফেরা তাদের। বন্ধুত্ব এতটাই গভীর যে প্রায় সময় তারা পোশাকও পরেন একই রকম। গত ১০ ফেব্রæয়ারি সড়ক দুর্ঘটনা তাদের বিদায়ও দিয়েছে এক সঙ্গে, একই পোশাকে।

গত ১০ ফেব্রæয়ারি গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মৃত্যু হয় এ তিন বন্ধুর।

সূত্র জানায়, সাকিব, রাজা ও জনি গত ১০ ফেব্রæয়ারি মোটরসাইকেলে করে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় যাচ্ছিলেন মোটরসাইকেল মেরামত করাতে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় বিপরীত দিক থেকে আসা ‘পলাশ পরিবহনের’ একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন বন্ধুর।

রাশেদুল ইসলাম রাজা (১৮) দক্ষিণ মৌচাক গ্রামে পরিবারের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন। তিনি টাঙ্গাইলের নাগরপæর উপজেলার রেহামের কুটিয়া এলাকার নুর হোসেনের ছেলে। রাজা অধ্যাপক শাহজাহান আলী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। জাকিরুল ইসলাম জনির (২০) পরিবারও ওই গ্রামে ভাড়া থাকে। তিনি জামালপুরের ইসলামপুর থানার পচাবহলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে। গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ¯œাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি। মাহফুজুর রহমান সাকিব (১৮) পড়তেন কালিয়াকৈরের ভাষাশহীদ আব্দুল জব্বার আনসার-ভিডিপি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে। রাজার মতো তিনিও এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাঁর বাবা মৃত মোজাহার হোসেন। এ তিন তরুণকে অনেকেই ‘তিন মানিক’ বলে ডাকত।