ঠিকান অনলাইন : অবসরের ঘোষণা দিয়েছেন আগেই। এবার কোর্ট থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন রজার ফেদেরার। লেভার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের সঙ্গে জুটি বাঁধলেন। যদিও শেষটা বিজয়ে রাঙাতে পারেননি। তবে ২৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ার শেষে কান্না ভেঙে পড়লেন এই সুইস কিংবদন্তি। গত ১৫ সেপ্টেম্বর অবসরের সিদ্ধান্তটা জানিয়ে দেন ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী ফেদেরার। লন্ডনের ওটু অ্যারেনায় শুক্রবার রাতে দ্বৈতে টিম ইউরোপের হয়ে বন্ধু-প্রতিদ্বন্দ্বী নাদালের সঙ্গে কোর্টে নামলেন শেষবারের মতো। তবে টিম ওয়ার্ল্ড’সের জুটি জ্যাক সক ও ফ্রান্সেস টিয়াফো জুটির কাছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর ম্যাচটা ৪-৬, ৭-৬(৭-২), ১১-৯ গেমে হারেন।
ম্যাচ শেষে নাদালকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। প্রিয় বন্ধুর বিদায়ে নাদাল নিজেও কাঁদলেন। পরে কান্নাজড়িত কণ্ঠে ফেদেরার বললেন, তিনি আজ সুখী, কোনো কষ্ট নেই। ফেদেরার বলেন, ‘যেকোনো ভাবে সময়টা আমরা পার করে দেব। চমৎকার একটা দিন। সবাইকে বলেছি যে আমি খুশি, দুঃখিত নই। এখানে থাকতে পেরে দারুণ লাগছে। রাফার সঙ্গে খেলা এবং এখানে সব গ্রেট, কিংবদন্তিদের পাওয়াটা দুর্দান্ত, সবাইকে ধন্যবাদ।’
তিনি আরও বলেন, ‘সবাই এখানে আছে, আমার ছেলে মেয়েরা আছে। আমার স্ত্রী খুব সাপোর্টিভ। সে আমাকে অনেক, অনেক আগেই থামাতে পারত; কিন্তু সে তা করেনি। সে আমাকে খেলা চালিয়ে যেতে উৎসাহ দিয়েছে, খেলতে দিয়েছে। ধন্যবাদ তোমাকে। একটা বিষয় কিছুটা মজার যে সবসময় আমরা আমার মাকে সবকিছুর জন্য দোষ দেই, কারণ তাকে ছাড়া অবশ্যই আমি এখানে থাকতাম না। আমার বাবা-মাকে ধন্যবাদ। সবসময় তারা পাশে থেকেছেন। সবাইকে ধন্যবাদ, অনেক মানুষকে ধন্যবাদ দিতে হবে। অবিশ্বাস্য একটা যাত্রা ছিল।’
এর আগে ১৯৯৮ সালে মাত্র ১৬ বছর বয়সে পেশাদার টেনিসে অভিষেক হয় ফেদেরারের। অসংখ্য শিরোপা জেতার পাশাপাশি নিজেকে কিংবদন্তির শীর্ষস্থানে নিয়ে গেছেন। উইম্বলডনে রেকর্ড আট, ইউএস ওপেনে টানা পাঁচ, অস্ট্রেলিয়ান ওপেনে ছয় ও ফরাসি ওপেনে এক-মোট ২০টি গ্র্যান্ড স্ল্যাম ঝুলিতে নিয়ে ৪১ বছর বয়সে ইতি টানলেন বর্ণাঢ্য ক্যারিয়ারের।
ঠিকানা/এম