ঠিকানা অনলাইন : সরস্বতী পূজার দিনে জমে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। পুণ্যার্থী ছাড়াও ভিড় করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের পদচারণে মুখর হয়ে ওঠে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক এই হলটি। পূজার দিন উপলক্ষে সাজসজ্জা ছাড়া হলের ভেতরের পরিবেশ মুগ্ধ করে তোলে সবাইকে। তাই তো বিদ্যাদেবীকে দর্শন দিতে সেখানে হাজির হন অনেকেই।
একইভাবে ২৬ জানুয়ারি জগন্নাথ হলের সরস্বতী পূজা দেখতে গিয়েছিলেন সৌম্য সরকার। সঙ্গে ছিলেন স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ। এ সময় তাদেরকে ঘিরে উৎসুক ভক্তরা ভিড় জমান।
জগন্নাথ হলের পুকুরপাড়ে দাঁড়িয়ে দুজনকে ছবি তুলতে দেখা গেছে। এ ছাড়া হলের ভেতরে বিভিন্ন মণ্ডপে তিনি স্ত্রীকে নিয়ে ঘুরে দেখেছেন।
সরস্বতী পূজা হচ্ছে যখন, তখন বিপিএলের রাউন্ড রবিন পর্ব প্রায় শেষের পথে। সৌম্য সরকার এবার টুর্নামেন্টে খেলছেন ঢাকা ডমিনেটরসের হয়ে। টানা সাত ম্যাচ খেলে তিনি ছিলেন ব্যর্থ। তবে শেষ ম্যাচে তিনি খেলেছিলেন অর্ধশত রানের ইনিংস। বাকিরা এদিন ব্যর্থ ছিলেন। ফলে তার ব্যাটেই ঢাকায় শতরান ছাড়িয়ে যায়, যা দলকে এনে দিয়েছিল ২৪ রানের জয়।
ঠিকানা/এনআই