বিদ্যুৎ : দাম আরো বাড়বে না কেন?

মোস্তফা কামাল : কঠিন সময়েও রোখা গেলো না বিদ্যুতের দাম। তা বাড়িয়েই ছেড়েছে সরকার। সরকারি ঘোষণা মতে, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে ১৯ দশমিক ৯২ শতাংশ। অর্থাৎ পাইকারি দরে ইউনিট প্রতি এখন গুনতে হবে ৬ টাকা ২০ পয়সা। যা আগে ছিলো ৫ টাকা ১৭ পয়সা। সামান্য (!) এ দাম বাড়ানোও কি যুক্তি ছাড়া?
বহু যুক্তি আছে এর স্বপক্ষে। সরকার বিদ্যুতে ভর্তুকি দিচ্ছে। আইএমএফও হুকুম করেছে এ ভর্তুকি প্রত্যাহার করতে। সরকার তা খেলাপ করে ক্যামনে? এই ভর্তুকি কাদের দেয়া হচ্ছে, কেন দেয়া হচ্ছে, তা কোন পথে? তা পরিস্কার করার ঠেকা আছে সরকারের? না, একটুও না। বিদ্যুৎখাতের বড় ভর্তুকি যাচ্ছে কিছু বিদ্যুৎকেন্দ্রকে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দেয়ার কারণে। ওই কেন্দ্রগুলোর দরকার ছিলো?
প্রশ্ন করলেই হয় না। কারো না কারো তো অবশ্যই দরকার ছিলো। নইলে কি ১১ বছরে এর জন্য প্রায় ৬০ হাজার কোটি টাকা দিতে হয়েছে? মানুষ বিদ্যুৎ পাক, না পাক, একটি গোষ্ঠীতো পেয়েছে। তারা মানুষ নন? মানুষের বাইরে? অ্যালিয়েন? পাইকারি-খুচরা যা-ই হোক বিদ্যুতের দাম বাড়ানোর জেরে সব জিনিসপত্রের দাম আরেক দফা বাড়বে, তা বুঝতে অর্থশাস্ত্রবিদ হওয়া লাগে না। তাহলে কেন পাইকারিতে দাম বাড়ায় সেটা খুচরা বা গ্রাহক পর্যায়ে বাড়বে না, এমন বুঝ দিয়ে বাঙালকে হাইকোর্ট দেখানো?
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ততো সরকার আগেই নিয়ে রেখেছে। এরপরও বিইআরসি গণশুনানি গণমানুষকে ইজ্জত দেখিয়েছে। শুনানিতে বিদ্যুতের দাম ৬৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব তোলা হয়েছিলো। সরকার বাস্তবে তা করেনি। বাড়িয়েছে মাত্র ২০ শতাংশ! তা কি ‘গণদের’ জন্য কম ইজ্জতের?
এরপরও কিছু জনগণ শুনানি করে বিদ্যুতের দাম বাড়ানোকে প্রতারণা, প্রহসন, দূরভিসন্ধিমূলকসহ কত্তো গাল দিচ্ছে! আন্তর্জাতিক বাজারে গ্যাস, এলএনজি, ফার্নেস ওয়েল, কয়লার দাম বৃদ্ধির যুক্তি এরা মানতে চান না। পাওয়ার প্ল্যান্ট, ট্রান্সমিশন লাইন, ডিস্ট্রিবিউশন লাইনসহ সবক্ষেত্রে কেন যৌক্তিক ব্যয়ের চেয়ে ২-৩ গুণ বেশি ব্যয় করা হয়েছে, সেই প্রশ্ন টেনে আনেন। এসব করে কেওয়াজ বাঁধাতে চান?
তা পারবেন না। সেই চান্স নেই। কিছুদিন আগে, এক ঝলকের লোড শেডিংয়েই ঘাম ছুটে গেছে। আরো কতদিন পড়ে আছে সামনে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী তো বলেছেন, গ্রাহক পর্যায়ে এখনই দাম বাড়ছে না। সেটা আরেকটু পরে। কথাটা কি ঘিলুতে ঢোকেনি?
লেখক : সাংবাদিক- কলামিস্ট; বার্তা সম্পাদক, বাংলাভিশন, ঢাকা।