বিধাতার ভাস্কর্য

আবু কাজী রুবেল

পাখির পালকের পোশাকে রাতের ধ্রুবতারার মতো সফেদ কাকাতুয়ার সাজে জড়ানো ভালোবাসার বৃষ্টি,
মরুভূমির লু হাওয়ায় উচ্ছ্বসিত নিষ্পাপ পালকগুলো দূর থেকে আপন করে কৌতূহলী পরিব্রাজক পথচারীর দৃষ্টি।

রাতের লাসভেগাসে কামুক মানুষের
স্তব্ধ চোখের পলক হারিয়ে যায় পরিস্ফুটিত অদম্য বক্ষ উপত্যকায়,
পরাজিত মাধ্যাকর্ষণের অবনমিত স্তন মরুভূমির উঁচু ল্যান্ডস্কেপের সাথে মানিয়ে নেয় বিস্তীর্ণ সীমানায়।

মরুভূমির উত্তপ্ত বাতাসে লক্ষ লক্ষ নিয়ন বাতির আলোয় মোমের মতো গলে গলে পড়ে উত্তপ্ত অভিলাষী উদ্দাম,
কামুক বিধাতার একাগ্র আদর আর কল্পনার নেশায় দাঁড়িয়ে থাকে বিধাতার অপরূপ ভাস্কর্য, কারলা তার নাম!