বিনম্র শ্রদ্ধায় লস এঞ্জেলেস কন্স্যুলেটে জাতির জনকের জন্মদিবস পালিত

তপন দেবনাথ : বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় বাংলাদেশ কন্স্যুলেট লস এঞ্জেলেস কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

গত ১৭ মার্চ বিকালে কন্স্যুলেট অডিটরিয়ামে দিবসটি পালন উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। প্রথমেই পবিত্র কোরআন, পবিত্র গীতা, পবিত্র ত্রিপিটক ও পবিত্র বাইবেল থেকে পাঠ করা হয়। এরপর সকল ভাষা শহিদ, সকল শহিদ মুক্তিযোদ্ধা ও সম্প্রতি নেপালে বিমান দুর্ঘটনায় নিহত সকলের প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা। বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনান ভাইস কনসাল শামীম আহমেদ ও ভাইস কনসাল আল মামুন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নৃত্য পরিবেশন করে আনিশা আলী ও টিটিনা সাহা। উপস্থিত শিশুরা মিলে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটে। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে সুদেব দাস, প্রভাতী দেবী, আলীশা কাইয়ানী ও অনি। প্রবন্ধ পাঠ করে সামিরা রহমান ও তাবাসসুম হামিদা আলম। গান পরিবেশন করে শশিকা সোহানী, সানজিদা পাল টিনা, তাবাসসুম হামিদা আলম ও আবুল কালাম আাজাদ।

তবলায় সংগত করেন তপন সাহা ও হারমনিয়ামে তন্দ্রা ইসলাম। শিশুদের এই পর্বটি পরিচালনা করেন কাজী মনোয়ার হোসেন। রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন ভাইস কনসাল (কমার্শিয়াল) আল মামুন ও কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা। অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুশৃংখল ও গোছালো।

অনুষ্ঠানে প্রচুর সংখ্যক লোক সমাগম হয় ও প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা আমেরিকান বাংলাদেশি শিশুদের মনোমুগ্ধকর পরিবেশনা সকলকে মোহিত করে। আগত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।