বিপার মণিপুরি ক্লাসিক্যাল ডান্স ২২ সেপ্টেম্বর

ঠিকানা রিপোর্ট : বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টসের (বিপা) উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে মণিপুরি ক্লাসিক্যাল ডান্স এবং ‘রাইজ ওমেন রাইজ’ অনুষ্ঠান। আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার রাত আটটায় জ্যামাইকার পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠান দুটি হবে।
বিপার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও নৃত্যশিল্পী এ্যানি ফেরদৌস বলেন, আমাদের প্রথম পর্বটি হবে মণিপুরি ক্লাসিক্যাল ডান্সের ওপর। এতে অংশ নেবেন সোহিনী রায়, জগন্নাথ লাইরাঞ্জাম, কৃষ্ণকলি দাস গুপ্তা, সুদেষ্ণা স্বয়ংপ্রভা। এ ছাড়া বিশেষ পারফরম্যান্স অনুষ্ঠান ‘রাইজ উইমেন রাইজ’ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ৫ সদস্যের একটি দল দ্বারা এটি সঞ্চালিত হবে। শাস্ত্রীয়, লোকজ ও সমসাময়িক ফর্মের ওপর ভিত্তি করে কবিতা ও নৃত্যের এই বিশেষ অনুষ্ঠান হবে। এটি প্রযোজনা করেছে যাত্রিক প্রোডাকশন। পরিচালক ও কোরিওগ্রাফার নায়লা আজাদ নূপুর, নৃত্যশিল্পী সুদেষ্ণা স্বয়ংপ্রভা, মোহনা মোস্তফা মীম, উম্মা হাবিবা, আবৃত্তি নায়লা আজাদ নূপুর ও সাদাফ সাজ। তিনি বলেন, রাইজ ওমেন রাইজ পর্বটিতে আমরা ব্র্যাকের গ্রুপটিকে সহায়তা করছি। এই অনুষ্ঠানে অংশগ্রহণের টিকিট ফ্রি।