বিপিএলে টানা তিন ম্যাচ হারল খুলনা

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা তিন ম্যাচে হারল খুলনা টাইগার্স। ১৩ জানুয়ারি শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে খুলনা।

১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে খুলনার দেওয়া ১৩১ রানের লক্ষ্য তাড়া করেছে রংপুর। তিন ম্যাচে রংপুরের এটি দ্বিতীয় জয়।

ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি রংপুরের। দলীয় ১ রানে ওপেনার রনি তালুকদারকে ড্রেসিংরুমে ফেরান সাইফউদ্দিন। ৩১ রানে তারা হারায় তৃতীয় উইকেট। চতুর্থ উইকেটে নাঈম শেখের ২২ এবং শোয়েব মালিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পায় রংপুর। ৩৬ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন মালিক। খুলনার হয়ে ওয়াহাব রিয়াজ, সাইফউদ্দিন ও নাসুম আহমেদ দুটি করে উইকেট নিয়েছেন।

টস জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ২০২ রানের বড় সংগ্রহ পেয়েছিল ফরচুন বরিশাল। তবে খুলনা সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থই হয়েছে। রংপুরের পেসার রবিউল হকের অগ্নিঝরা বোলিংয়ে ১৯.৪ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে যায় খুলনা। রবিউল ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

আজম খানের ২৩ বলে ৩৪ ছাড়া উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি অন্য ব্যাটাররা। ২২ বলে ২৫ রান করেন খুলনার অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। এ ছাড়া সাইফউদ্দিনের ব্যাট থেকে আসে ২২ রান। রবিউলের ৪ উইকেটের সঙ্গে হাসান মাহমুদ, রাকিবুল হাসান ও আজমতউল্লাহ উমরজাই দুটি করে উইকেট নিয়েছেন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রবিউল।

ঠিকানা/এনআই