ঠিকানা অনলাইন : দিল্লির পালাম সেনা ঘাঁটিতে প্রয়াত ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ৯ ডিসেম্বর (শুক্রবার) দিল্লির নিজ বাড়িতে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হবে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের।
বিকেলে সেনা ছাউনিতে পূর্ণ সামরিক মর্যাদায় অনুষ্ঠিত হবে বিপিন রাওয়াতের শেষকৃত্য। এদিকে, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় এখনো কাটেনি ধোঁয়াশা। প্রতিরক্ষা প্রধানের মৃত্যুতে দেশের মানুষের সুরক্ষা নিয়েও উঠছে নানা প্রশ্ন।
ভারতের দিল্লিতে আনা হয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতসহ ১৩ সেনাকর্তার মৃতদেহ। পালাম সেনা ঘাঁটিতে প্রয়াত সেনা সর্বাধিনায়ক-সহ মৃতদের প্রতি শেষশ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তিন বাহিনীর প্রধানরা।
শুক্রবার দিল্লিতে নিজ বাড়িতে রাখা হবে জেনারেল রাওয়াতসহ দুর্ঘটনায় নিহতদের মরদেহ। শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ ও পরিবারের সদস্যরা। এরপর বিকেলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে জেনারেল রাওয়াতের শেষকৃত্য।
এদিকে, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় এখনো ধোঁয়াশা কাটেনি। এটি দুর্ঘটনা কিনা এখন তা নিয়েই উঠেছে প্রশ্ন। কারণ, অন্যতম নির্ভরযোগ্য হেলিকপ্টারটি শুধু সামরিক কর্মকর্তারাই নয়, দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও ব্যবহার করে থাকেন।
কীভাবে গভীর জঙ্গলে বিধ্বস্ত হলো Mi-17V5 হেলিকপ্টার? কিংবা দেশের সেনাপ্রধান যদি সুরক্ষিত না থাকেন তাহলে দেশের মানুষ সুরক্ষিত থাকবে কিভাবে? এমন প্রশ্নও তুলেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে ভারতের পার্লামেন্টে এক বিবৃতিতে দ্রুত তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ বের হয়ে আসবে বলে আশস্ত করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বুধবার, তামিলনাড়ুর একটি সেনাঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নীলগিড়ি পাহাড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে জেনারেল বিপিন ও তার স্ত্রীসহ ১৩ জনের মৃত্যু হয়।
ঠিকানা/এসআর