ঠিকানা ডেস্ক : প্রাত্যহিক জীবনের ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য বজায় রেখে নিউ জার্সীর নিউআর্ক লিবার্টী এয়ারপোর্ট কর্মীদের মজুরি বৃদ্ধি কার্যকর করা হয়েছে। ৪ নভেম্বর জানা যায় যে এখন থেকে উক্ত বিমানবন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারিগণ ঘন্টায় সাবেক ১০.৪৫ ডলারের পরিবর্তে ১২.৪৫ ডলার হারে মজুরি পাবেন।
অবশ্য নিউ ইয়র্কের বিমানবন্দরের কর্মচারিগণ তুলনামূলকভাবে বর্তমানে বেশি বেতন পান বলে জানা গেছে। নিউ ইয়র্কের বিমান বন্দরগুলোর কর্মচারিদের সর্বনিম্ন মজুরি চলতি মাস থেকে সাবেক ১৩ ডলার থেকে বাড়িয়ে ১৩.৬০ ডলার করা হয়েছে। উচ্চতর মজুরির জন্য আন্দোলনকারী থার্টীটুবিজে এসইআইইউর প্রেসিডেন্ট হেক্টর ফিগুয়েরা বলেন, নিইআর্কসহ সকল বিমানবন্দরের শ্রমিক-কর্মচারিগণ অমানুষিক পরিশ্রম করে থাকেন। পরিশ্রমের তুলনায় তাদের পারিশ্রমিক অনেক কম। অতএব তাদের মজুরি বৃদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তিনি আরও বলেন, মজুরি বৃদ্ধির ফলে শ্রমিক-কর্মচারি কর্মোদ্দীপনা বৃদ্ধি পাবে এবং পরিষেবার মানও উন্নত হবে।