অনিক রাজ : সঠিক ও নিয়মতান্ত্রিক উপায়ে পরিচালনা করলে প্রবাসে উপজেলাভিত্তিক একটি সামাজিক সংগঠন যে জাতীয়ভিত্তিক কোন সংগঠনের চয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে, তার নমুনা বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক। তাদের অঞ্চলভিত্তিক কার্যক্রম প্রবাসে ইতিমধ্যেই সবার দৃষ্টি কেড়েছে। বহু সংগঠনই এখন তাদের পদাংক অনুসরণ করে নতুনভাবে নিজেদের কার্যক্রম পরিচালনায় আগ্রহ দেখাতে শুরু করেছে।
প্রবাসে উপজেলাভিত্তিক একটি সংগঠন হয়েও বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি নিউ জার্সির পাইনব্রোক কবরস্থানে এক হাজার ৭৫০টি কবর কেনার সিদ্ধান্ত নিয়েছে। যা থেকে এক হাজার ৫৫০টি উপজেলার অন্তর্গত প্রতিটি গ্রামভিত্তিক সংগঠনের হাতে তুলে দেয়া হবে। তাদের এ মহতী উদ্যোগ প্রবাসের বড় বড় সংগঠনকেও চমকিত করেছে।
এ উপলক্ষে গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় ব্রুকলিনের স্কাইলাইন হলে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির উদ্যোগে ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হক মাহবুবের পরিচালনায় এক জরুরি সাধারণ সভার আয়োজন করা হয়।
সভায় সমিতির সবার সম্মতিতে নিউ জার্সির পাইনব্রোক কবরস্থানে এক হাজার ৭৫০টি কবর কেনার সিদ্ধান্ত নেয়া হয়। যার মধ্যে ২শ’টি কবর সমিতির নিজস্ব নামে রেখে বাকি এক হাজার ৭৫০টি নিউইয়র্কে বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত গ্রামভিত্তিক প্রায় ১৩টি আঞ্চলিক সংগঠনের মধ্যে বরাদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গ্রামভিত্তিক সংগঠনগুলো তাদের নামে বরাদ্ধকৃত কবরগুলোর মূল্য কিস্তিতে পরিশোধ করবে। ফলে আঞ্চলিক সংগঠনগুলো এ ক্ষেত্রে স্বনির্ভর হয়ে গেলে মূল সংগঠনের ওপর চাপ কম পড়বে এবং সংগঠন অন্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে নজর দিতে সক্ষম হবে।
সভায় সাধারণ সম্পাদক নাজমুল হক মাহবুব জানান, আইনি বিষয়গুলো এ মুহূর্তে বিয়ানীবাজার সমিতির পক্ষ থেকে একজন অভিজ্ঞ আইনজীবী তদারকি করছেন। তার সুচিন্তিত আইনি মতামত প্রাপ্তির পর পরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ এ জরুরি সভায় উপস্থিত থেকে মূল্যবান মতামত দেন- বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি ও উপদেষ্টা বুরহান উদ্দিন কফিল, সাবেক সভাপতি মাসুদুল হক ছানু, উপদেষ্টা আহমেদ এ হাকিম ও ছামছুল হক, সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ, খাসাড়িপাড়া সমিতির সভাপতি সামছুল আবেদীন, ছোটদেশ সমাজকল্যাণ সংস্থার সভাপতি কামাল আহমেদ, শ্রীধরা বাঙ জনমঙ্গল সমিতির পক্ষে আহমেদ মোস্তফা বাবুল, পাতন আব্দুল্লাপুর সমিতির সভাপতি আব্দুর রহিম কাদির ও জহির উদ্দিন জুয়েল, বৈরাগীবাজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, তিলপাড়া সমিতির পক্ষে নজিবুল ইসলাম, ফেন গ্রামের পক্ষে আলতাফ চৌধুরী আলতা, দেউল গ্রামের পক্ষে সামাদ আহমেদ ও নূরুল হক, কোণাগ্রামের পক্ষে আব্দুল হামিদ, ফুলতলী জামে মসজিদের পক্ষে জামাল হোসেন, মাদানী মসজিদের পক্ষে মো. এসএম রহমান বাবুল এবং গোলাব শাহ সমাজকল্যাণ সংস্থার পক্ষে আক্তার হোসেন মুক্তা প্রমুখ।
উপস্থিত অভ্যাগতরা প্রত্যেকেই তাদের বক্তব্যে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনকের ভূঁয়সী প্রশংসা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।