বিয়ের পিঁড়িতে ছাত্রলীগের জয়, কনে ইডেনের সাবেক নেত্রী

ঠিকানা অনলাইন : জীবনের নতুন অধ্যায়ের শুরু করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়। ১৩ জানুয়ারি শুক্রবার বাদ আসর তিনি ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী কাঁকন ভূঁইয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ‘মসজিদুল জামিয়া’তে আল নাহিয়ান খান জয়ের বিয়ে সম্পন্ন হয়।

জানা গেছে, পাত্রী কাঁকন ভূঁইয়া ইডেন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেছেন। তার বাড়ি কুমিল্লায়।

জয়ের ছোট বোন ইনিন তাজনিন বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিকভাবেই বিয়ে সম্পন্ন হয়েছে।

আক্‌দ অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নসহ সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। আক্‌দ সম্পন্নের পর সবার কাছে দোয়া চান জয়।

ঠিকানা/এনআই