বিয়ের বয়স চলে গেছে, স্বীকার করলেন ‘সাল্লু মিয়া’

ঠিকানা অনলাইন : সালমান খানকে (সাল্লু মিয়া) বলা হয় মোস্ট এলিজিবেল ব্যাচেলর অব ইন্ডিয়া। সেই সালমান খান আবুধাবিতে আইফা অ্যাওয়ার্ডের সংবাদ সম্মেলনে স্বীকার করলেন- তাঁর বিয়ের বয়স চলে গেছে। ৫৮ বছর বয়স হয়ে গেছে তাঁর। এখন আর বিয়ের ছাদনাতলায় যাওয়ার কোনো বাসনা নেই। ঘটনার সূত্রপাত হয় ওই সংবাদ সম্মেলনেই। হলিউড থেকে আসা এক নারী সাংবাদিক সংবাদ সম্মেলনের মধ্যেই সালমানকে বিয়ের প্রস্তাব দেন। তিনি বলেন যে, তিনি সাল্লু মিয়ার জন্য ফিদা। এতবছর অবিবাহিত আছেন শুধু সালমানকে বিয়ে করার জন্যই। সালমান তাঁকে বলেন যে, তাঁর বিয়ের বয়স চলে গেছে। আরও ৩০ বছর আগে তাঁদের দেখা হওয়া উচিত ছিল।

উল্লেখযোগ্য সালমানের সঙ্গে নাম জড়িয়েছে বহু অভিনেত্রীর। সংগীতা বিজলানি, ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফের মধ্যে সংগীতার সঙ্গে সালমানের বিয়ের দিনক্ষণ পর্যন্ত পাকা হয়ে গিয়েছিলো। সালমান নিজেই সেই সম্পর্ক ভেঙে দেন। অতি সম্প্রতি লুলিয়া ভান্তুরের সঙ্গে লিভ ইন সম্পর্কে সালমান আছেন বলে শোনা যায়। লুলিয়া আবুধাবিতে পারফর্ম করার জন্যে এসেছেন। সালমান কি পোশাক পরে পারফর্ম করবেন এই প্রশ্ন করা হলে লুলিয়া উত্তর দেন- সালমানকে যে কোনো পোশাকেই মানায়।

ঠিকানা/এসআর