সৈয়দ আহমদ জুয়েদ :
ভেজা পাতার ঘ্রাণে জেগেছে ঝাউবন
অবাধ্য প্রেম গুঞ্জন করে নতুন দিনের।
বাঁক পেরোনো সেতু সাক্ষী রয় প্রেমিক
যুগলের, ভালোবাসায় সাক্ষী থাকতে হয়
প্রলয়ে, আনন্দে ॥
আগামীর গান গাইবে জোড়া পাখি
সাদা, লাল, বেগুনিতে আকাশ সাক্ষী।
পরছায়া নিখুঁত হেঁটে যায়
বনসাই তার আপনÑসাক্ষী থেকে যায়
চড়ুই পাখি।
ডানা মেলা উঠোনে বিয়ের গান
সাক্ষী শুনল তিনবারÑকবুল কবুল কবুল ॥