বিল ক্লিন্টনের সঙ্গে বৈঠক করলেন সৌদি প্রিন্স

ঠিকানা ডেস্ক : যুক্তরাষ্ট্র সফররত সৌদি প্রিন্স বিন সালমান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া তিনি ইহুদি নেতাদের সঙ্গে গোপন সাক্ষাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। বেশ কয়েকটি ইহুদি সংগঠনের যুক্তরাষ্ট্রে অবস্থানরত নেতাদের সঙ্গে এ সাক্ষাৎ হয়। বিন সালমানের ভ্রমণবিষয়ক ফাঁস হওয়া কিছু ডকুমেন্টে এসব তথ্য প্রকাশ পেয়েছে। খবর: আল জাজিরা।
এক সাক্ষাতকারে ক্রাউন প্রিন্স আশঙ্কা প্রকাশ করে বলেন, তার দেশ যথাযথ প্রস্তুতি নিতে না পারলে ইরানের সঙ্গে ১০ থেকে ১৫ বছরের মধ্যে সৌদি আরবকে যুদ্ধের মোকাবেলা করতে হবে। এছাড়া খবরে বলা হয়েছে, ইহুদি ও ইসরায়েলের পক্ষে কাজ করে এমন কয়েকটি মানবাধিকার ও অন্যান্য সংগঠনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ হয় বিন সালমানের। ওই সব সংগঠনের মধ্যে ফিলিস্তিনিদের ভূমিতে ইসরায়েলের বসতি নির্মাণের আর্থিক সহায়তা করেছে এমন সংগঠনও রয়েছে। যেসব সংগঠনের নেতাদের সঙ্গে সালমানের সাক্ষাৎ হয়েছে তার মধ্যে আছে এআইপিএস, এডিএল (স্ট্যান্ড ফর ইসরায়েল), জেএসএনএ (জুইস ফেডারেশন অব নর্থ আমেরিক)।
ফাঁস হওয়া ডকুমেন্টের ভিত্তিতে এসব তথ্য ইসরায়েলি সংবাদমাধ্যম হারতেজে প্রকাশ করেছে বলে আল জাজিরার খবরে উল্লেখ করা হয়েছে। হারতেজের খবরে বলা হয়েছে, বিন সালমান বি’নাই বি’বার্থ এবং আমেরিকান জুইস কমিটি (এজেসি) এর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন।