বিশেষ মাস হিসেবে স্বীকৃতি পেল রমজান

নিউইয়র্ক : সিটি হলের সম্মুখে নারী নেতৃবৃন্দ।

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক সিটি কাউন্সিলে রমজান মাস-সংক্রান্ত রেজ্যুলেশন পাস হয়েছে। ১৬ মার্চ আনুষ্ঠানিভাবে স্বীকৃতি দেওয়া হলো পবিত্র রমজান মাসকে। এর মধ্য দিয়ে এখন থেকে সিটিতে রমজান বিশেষ মাস হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে মেয়রের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হবে। ইফতার পার্টিতে মুসলিম কমিউনিটির বিভিন্ন মানুষকে আমন্ত্রণ জানানো হবে।
রমজান মাসের এই রেজ্যুলেশন পাস হওয়ায় ভীষণ খুশি এর প্রস্তাবক সেফেস্টের প্রধান এবং কমিউনিটির অতিপরিচিত মুখ মাজেদা উদ্দিন। তিনি অনেক দিন ধরেই এ নিয়ে চেষ্টা করে যাচ্ছিলেন। তিনি বলেন, আমি প্রথমে প্রস্তাবটি সিটি কাউন্সিলের কাউন্সিল ওমেন নানতাশা উইলিয়ামের কাছে দিই। তিনি প্রস্তাবটি রিভিউ করার পর সেটি সিটি কাউন্সিলে পাস করার জন্য ফ্লোরে আনেন। তার এই সহায়তা আমি কোনো দিন ভুলব না। এ জন্য তাকে বিশেষ ধন্যবাদ। পাশাপাশি সিটি কাউন্সিলম্যান শেখ কৃষ্ণান, শাহানা হানিফকেও ধন্যবাদ। আসলে সিটি কাউন্সিলররা রেজ্যুলেশনটির গুরুত্ব বুঝেছেন এবং পাস করতে ভোট দিয়েছেন। তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। তিনি বলেন, বিলটি প্রস্তাব দেওয়ার পর নানতাশা উইলিয়াম আমাকে টাইম টু টাইম আপডেট দিচ্ছিলেন। তিনি যে এটি পাস করানোর চেষ্টা করছিলেন, সেটাও বলছিলেন। কারণ এটি পাস করার জন্য অন্যদেরও সমর্থনের দরকার ছিল। বিলটি পাস হওয়া নিয়ে একটু সংশয় ছিল যে সবাই তাতে সমর্থন দেবেন কি না। আল্লাহর অশেষ রহমতে সবাই সমর্থন দিয়ে বিলটি পাস করেছেন।
বিলটি পাসের সময় বিভিন্ন মসজিদের ইমাম অথবা খতিবদের রাখা হলে আরো ভালো হতো কি না এ ব্যাপারে জানতে চাইলে মাজেদা উদ্দিন বলেন, আমি সেই চেষ্টা করেছি। বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদের সেখানে নিয়ে যেতে চেয়েছি। আমি বেশ কয়েকটি মসজিদে ফোন করেছি কিন্তু তারা ফোন ব্যাক করেননি। এ কারণে তাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, আমাদের সঙ্গে তারা উপস্থিত থাকলে আরো ভালো হতো।
মাজেদা উদ্দিন আরো বলেন, সিটি কাউন্সিলে রমজানকে নিয়ে বিশেষ বিল পাস হবে বলে নানতাশা উইলিয়াম আমাকে বলেছিলেন কমিউনিটির সব মানুষকে নিয়ে সিটি হলে যাওয়ার জন্য। আমি পাস সংগ্রহ করি। আমরা বাংলাদেশি মুসলিম কমিউনিটির একটি বড় অংশ সেদিন সিটি কাউন্সিলে যাই। আমরা সিটি কাউন্সিলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ রমজান মাসকে বিশেষ মাস হিসেবে ঘোষণা করা আমাদের জন্য বিশেষ অর্জন। এটি আমাদের মুসলিম কমিউনিটির জন্য বিশেষ স্বীকৃতি লাভ।