স্পোর্টস রিপোর্ট : ৪৩তম বিশ্ব দাবা অলিম্পিয়াডের প্রেস সেন্টারের সব দেশের সাংবাদিকদের ভোটে দাবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকে জার্নালিস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
গত ৪ অক্টোবর স্থানীয় সময় রাতে বাতুমির হিলটন হোটেলে জর্জিয়া দাবা ফেডারেশনের সভাপতি গিওরগাজজে গিওরগি তার হাতে এ পুরস্কার তুলে দেন। রানী হামিদ ১৮টি দাবা অলিম্পিয়াডে অংশ নেন, ১৯ বার জাতীয় মহিলা দাবা এবং ৩ বার ব্রিটিশ মহিলা দাবা চ্যাম্পিয়নসহ বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হওয়ায় তাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
অন্য দিকে আসরে চমক দেখিয়েছেন ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। নবম রাউন্ড শেষে এই দাবাড় আন্তর্জাতিক মাস্টারের প্রথম নর্ম অর্জন করেছেন। ৯ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে আন্তর্জাতিক মাস্টারের নর্ম এসেছে ফাহাদের। এর মধ্যে রোমানিয়ার গ্র্যান্ডমাস্টারকে হারিয়েও চমক দেখান এ দাবাড়। ওপেন বিভাগে এ রাউন্ডে বাংলাদেশ স্পেনের কাছে ৩৫-০৫ গেম পয়েন্টে হেরে যায়। এ ছাড়া মেয়েদের বিভাগে ২৫-১৫ গেম পয়েন্টে জয় আসে চিলির বিপক্ষে। এ দিকে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম বিশ্ব দাবা সংস্থার এশিয়ান জোন ৩২-এর সভাপতি নির্বাচিত হয়েছেন।