বিশ্বকাপের আগে একই ফ্রেমে মেসি-রোনালদো

মেসি-রোনালদোকে মডেল বানিয়ে এই ছবিটি তুলেছেন বিখ্যাত আমেরিকান ফটোগ্রাফার অ্যানি লেইবোভিটজ

ঠিকানা অনলাইন : আর মাত্র কয়েক ঘণ্টা! এরপরই মাঠে গড়াচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা ফুটবল বিশ্বকাপ। কাতারে বিশ্বকাপের ২২তম আসরই সম্ভবত আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। কারণ, মরুর বুকে নিজেদের ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলবেন এ তারকারা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও এটাই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ বলে ইঙ্গিত করেছেন মেসি। এদিকে ধরে নেওয়া যায়, কাতারেই শেষ বিশ্বকাপ খেলছেন ৩৭ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিশ্বকাপের আগে তাই মেসি-রোনালদোকে নিয়ে আলোচনাও তুঙ্গে। ঠিক এমন সময়ে দু’জনকে দেখা গেল একই ফ্রেমে। দাবার কোর্ট সামনে নিয়ে মেসি ও রোনালদো বন্দি হয়েছেন একই ফ্রেমে। বিশ্বখ্যাত ফরাসি ফ্যাশনহাউজ লুইস ভুইটনের সৌজন্যে মিলেছে এমন বিরল দৃশ্যের দেখা। ফ্যাশন হাউজটি তাদের ব্যাগের প্রচারণার জন্য মেসি ও রোনালদোকে একই ফ্রেমে বেঁধেছে। আমেরিকান ফটোগ্রাফার অ্যানি লেইবোভিটজের ক্যামেরায় তোলা ছবিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল কিংবদন্তীকে দাবা খেলায় মগ্ন দেখা মেলে। তবে খেলাটা কোন দাবার কোর্টে নয়, বরং ফ্যাশন হাউজটির হাতে নির্মিত দারুণ আকর্ষণীয় ডিজাইনের ট্রাঙ্কের ওপর খেলতে দেখা যায় তাদের।

ওই ছবিটা মেসি-রোনালদো দু’জনই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। যা পুরো ফুটবল বিশ্বে আলোড়ন তৈরি করেছে। ছবির ক্যাপশনে বলা হয়েছে, ‘বিজয় তো মনের এক অবস্থা। ঐতিহ্যবাহী হাতে নির্মিত ট্রাঙ্কের ছবিটি লুইস ভুইটনের জন্য তুলেছেন অ্যানি লেইবোভিটজ।’ দুই তারকার ভক্তরাও এমন ছবি দেখে রোমাঞ্চিত।

মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে তাদের যে সুসম্পর্ক তা এই ছবিই বলে দিচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসিকে নিয়ে প্রশংসাও করেছেন রোনালদো। পর্তুগীজ তারকার চোখে মেসি জাদুকরী। মেসিকে নিয়ে রোনালদো বলেছিলেন, ‘সে (মেসি) দুর্দান্ত খেলোয়াড়, জাদুকরী, সেরা। ব্যক্তিগতভাবে আমরা ১৬ বছর ধরে এই মঞ্চে আছি। ভাবতে পারেন, ১৬ বছর! তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। সে আমার সতীর্থের মতো। ফুটবলের জন্য সে সব কিছু করতে পারে।’

বিশ্বখ্যাত ফরাসি ফ্যাশনহাউজ লুইস ভুইটন এর আগে ডিয়াগো ম্যারাডোনা, পেলে ও জিদানকে এক ফ্রেমে হাজির করেছিলেন। তবে মেসি ও রোনালদো খেলা চলাকালীন অবস্থায় এক ফ্রেমে হাজির হওয়ায় এই পোস্টকে কেউ কেউ বলছেন ‘ শতাব্দীর সেরা ছবি’।

ঠিকানা/এম