ঠিকানা অনলাইন : কাতার বিশ্বকাপের উন্মাদনায় ভাসছেন বগুড়ার আর্জেন্টাইন সমর্থকরা। প্রিয় দলকে হাজার মাইল দূর থেকে শুভকামনা জানিয়ে আনন্দ মিছিল করেন মেসি-ডি মারিয়াদের শত শত ভক্ত। সমর্থকদের প্রত্যাশা নিজের শেষ বিশ্বকাপ আসরে শিরোপা জিতবে ফুটবলে বাঁ পায়ের জাদুকর লিওনেল মেসি।
কাতারে বিশ্বকাপের ২২তম সংস্করণে অংশ নিতে পৌঁছে গেছে ৩২টি দল। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর পর্দা উঠতে আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে হাজার মাইল দূরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে বিশ্বকাপের উত্তাপ।
তারই প্রতিফলন বগুড়ায়। ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে জড়ো হন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাদা-আকাশি নীলের ভক্তরা। জেলার আর্জেন্টাইন সমর্থকদের হর্ষধ্বনিতে মুখর হয় শহরের রাজপথ। আর্জেন্টিনার বিশাল পতাকা, ব্যানার নিয়ে প্রিয় দলের জার্সি পরে আনন্দ মিছিলে অংশ নিয়েছেন শত শত সমর্থক। ভুভুজেলা আর বাজি ফুটিয়ে কাতারে থাকা স্কালোনির দলের জন্য শুভকামনা জানিয়েছেন বগুড়া থেকে।
এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদার লিওনেল মেসির আর্জেন্টিনা। কোপা আমেরিকা আর ফিনালিসিমোর শিরোপা জয়ের আত্মবিশ্বাসের সঙ্গে সাম্প্রতিক ফর্ম–দুইয়ে মিলিয়ে স্বপ্নবাজ করেছে ভক্তদের।
তারা বলছেন, মেসিকে নিয়ে অন্য রকম ভালোবাসা কাজ করে। মেসি এবার বিশ্বকাপ জিতবে বলে আশা করছি। বিশ্বকাপ ঘিরে অনেক আনন্দ লাগছে। তাই নানাভাবে উদ্যাপন করছি।
নিজের শেষ বিশ্বকাপের আসরে শিরোপা জয় করে ফুটবল ইতিহাসে অমরত্ব পাবেন লিওনেল মেসি–এমনটা প্রত্যাশা আলবিসেলেস্তা সমর্থকদের। পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সমর্থকদের উসকে দিতে জার্মানির বিপক্ষে সাত গোল হজমের স্মৃতিটাও স্মরণ করিয়ে দিয়েছেন ভক্তরা।
আগামী ২২ নভেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিজেদের প্রথম ম্যাচে সি-গ্রুপে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এটিসহ আর্জেন্টিনার সব কটি ম্যাচ বড় পর্দায় দেখার আয়োজন করেছেন বগুড়ার আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।
ঠিকানা/এসআর