বিশ্বকাপের পর রোনালদোর বিয়ে

স্পোর্টস ডেস্ক : জীবনসঙ্গিনী আন্তোনেল্লা রোকুজ্জোকে স্ত্রীর মর্যাদা দেয়ার আনুষ্ঠানিকতা গত বছরই সেরে ফেলেছেন লিওনেল মেসি। এবার হয়তো বাজবে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিয়ের সানাই ছাদনাতলায় যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেননি রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড। তবে মডেল বান্ধাবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে রোনালদোর বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। গুঞ্জনের উৎস ইনস্টাগ্রামে পোস্ট করা জর্জিনার একটি ছবি। যেখানে দেখা গেছে, জর্জিনার অনামিকায় শোভা পাচ্ছে নতুন একটি ঝা চকচকে হিরার আংটি। ধারণা করা হচ্ছে বাগদান সেরে ফেলেছেন এই জুটি। এখন অপেক্ষা বিয়ের। শোনা যাচ্ছে, বিশ্বকাপের পরই বাজবে বিয়ের সানাই। ওয়েবসাইট।