ঠিকানা অনলাইন : হাঁটুর ইনজুরিতে ফিফা বিশ্বকাপে খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলেন, দ্রুত ফিটনেস ফিরে পেতে যোগ দেন অনুশীলনে। সেখানেই নতুন করে পেলেন ঊরুর চোট, কপাল পুড়লো পল পগবার। ফ্রান্সের জার্সিতে এবারের বিশ্বকাপে এই ফরোয়ার্ডের খেলা হচ্ছে না, নিশ্চিত করলেন তার এজেন্ট রাফায়েলা পিমেন্তা।
ফরাসি আউটলেট টেলিফুটকে পিমেন্তা বলেছেন, ‘পল যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চান। এজন্য ধৈর্যের সঙ্গে নিজেকে প্রস্তুত করতে হবে, এই কঠিন সময়ে কঠোর পরিশ্রম করতে হবে এবং ভক্ত ও দলের জন্য মাঠে ফিরতে তাকে সেরাটা দিতে হবে।’
এই মৌসুমে জুভেন্টাসে যোগ দেওয়ার পর হাঁটুর চোটে পড়েছিলেন পগবা। অস্ত্রোপচার করাতে হয়েছিল। তারপরই শুরু হয় ফিটনেস ফিরে পাওয়ার লড়াই। কাতারে চোখ রেখে নিজেকে তৈরি করছিলেন। কিন্তু ছিটকে গেলেন ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানোর অন্যতম কারিগর। এর আগে মিডফিল্ডার এনগোলো কান্তে ইনজুরির কারণে বিশ্বকাপ পরিকল্পনা থেকে ছিটকে গেছেন।
ঠিকানা/এম