ঠিকানা অনলাইন : দুই সপ্তাহ পর শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া বিশ্বকাপে কোন দল কত প্রাইজমানি পাবে, সেটা জানা গেছে। ৩০ সেপ্টেম্বর শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ওয়েবসাইটে ঘোষণা করেছে প্রাইজমানির পরিমাণ।
এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। আর রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক টাকা। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৭৫ হাজার টাকা।
ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া বাকি দুই সেমিফাইনালিস্ট পাবে ৪০ লাখ ৩৭ হাজার টাকা। সুপার ১২ প্রত্যেক দল ম্যাচ জেতার জন্য পাবে প্রায় ৪০ লাখ টাকা করে। আর সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া সুপার ১২-এর বাকি আট দল পাবে প্রায় ৭০ লাখ ৬ হাজার ৫৮০ টাকা করে।
সংক্ষিপ্ত সংস্করণের র্যাঙ্কিংয়ে আট দলের মধ্যে থাকায় বিশ্বকাপের সুপার ১২ আগেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের। সে হিসাবে টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ ন্যূনতম প্রায় ৭০ লাখ টাকা পাবেন সাকিব আল হাসান-লিটন দাসরা। আর সুপার ১২-তে বাংলাদেশ যতটা ম্যাচ জিতবে, ততটা ম্যাচে পাবে প্রায় ৪০ লাখ টাকা করে।
প্রথম রাউন্ডের প্রতিটি ম্যাচের জয়ী দলগুলো পাবে প্রায় ৪০ লাখ টাকা। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলগুলো পাবে ৪০ লাখ টাকা করে।
১৬ দলের এই টুর্নামেন্টে মোট প্রাইজমানি প্রায় ৫৬ কোটি ৫ লাখ ২৬ হাজার টাকা। ১৬ অক্টোবর শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। আর অষ্টমবারের টুর্নামেন্টটির ফাইনাল হবে ১৩ নভেম্বর।
ঠিকানা/এনআই