ঠিকানা অনলাইন : বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে চমক দেখিয়েছে ওমান। আয়ারল্যান্ডের বিপক্ষে তারা পেয়েছে দাপুটে জয়। ১১ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি।
অ্যান্ডি ম্যাকব্রিন আর পল স্টার্লিংয়ের ব্যাটে ঝোড়ো শুরু পেয়েছিল আয়ারল্যান্ড। মিডল অর্ডার ব্যাটসম্যানরা দেখিয়েছেন তাণ্ডব। তাতে ২৮১ রানের বড় লক্ষ্য পেয়ে যায় আইরিশরা, যা ওমানের কাছে পাহাড়সম মনে হওয়ারই কথা। কিন্তু তখনো ক্রিকেট বিশ্ব এই ম্যাচে এত নজর দেয়নি। কে জানত চমকটা জমিয়ে রাখবে মধ্যপ্রাচ্যের দেশটি। শেষ বেলায় ১১ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নিয়ে তারা বিশ্বকাপ বাছাইপর্বের যাত্রা শুরু করবে, এটা অনেকে ভাবতেই পারেননি।
১৯ জুন সোমবার বুলাওয়ে অ্যাথলেটিক স্টেডিয়ামে আইরিশদের হারিয়ে সেই চমকটাই দেখিয়েছে তারা। দিনের শুরুতে টস জিতে নিয়েছিল ফিল্ডিং। ঝোড়ো ব্যাটে শুরুটা করেছিলেন ম্যাকব্রিন ও স্টার্লিং। তারপর হ্যারি টেক্টরের ৫২ ও জর্জ ডকরেলের ৯১ রানের ইনিংসে ওমানের লক্ষ্যটা দাঁড়ায় ২৮২। ওমানের হয়ে বিলাল খান ও ফয়েজ বাট নেন দুটি করে উইকেট। এ ছাড়া জিশান মাকসুদ, আয়ান খান ও জয় ওদেদ্রা নেন একটি করে উইকেট।
২৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জতিন্দর সিংয়ের উইকেট হারিয়ে চাপে পড়ে ওমান। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন ওপেনার কেশ্যাপ প্রজাপতি (৭২) ও আকিব ইলিয়াস (৫২)। পরে অধিনায়ক জিশান মাকসুদও রাখেন ব্যাট হাতে অবদান। বল হাতে উইকেটের পর ব্যাটিংয়ে করেন ৫৯ রান। ম্যাচসেরার পুরস্কারটাও তাই উঠেছে তার হাতে।
আয়ারল্যান্ডের হয়ে জশ লিটল ও মার্ক অ্যাডায়ার নেন দুটি করে উইকেট। এ ছাড়া জর্জ ডকরেল শিকার করেন এক উইকেট।
এদিকে দিনের অপর খেলায় সংযুক্ত আরব আমিরাতকে ১৭৫ রানে পরাজিত করেছে শ্রীলঙ্কা। তাদের দেওয়া ৩৫৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৮০ রানেই গুটিয়ে যায় দলটি।
ঠিকানা/এনআই