বিশ্বকাপ বাছাইপর্ব : জিম্বাবুয়ের কাছে রেকর্ড ৩০৪ রানে হারল যুক্তরাষ্ট্র

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে রেকর্ড ৩০৪ রানে হেরেছে যুক্তরাষ্ট্র। এই হারের মধ্য দিয়ে টানা চার ম্যাচ হেরে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে মার্কিনদের। এর আগে ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও নেদারল্যান্ডসের কাছেও হারে যুক্তরাষ্ট্র। এতে খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে আমেরিকানদের।

ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের টুর্নামেন্টে রীতিমতো যেন উড়ছে জিম্বাবুয়ে। আগের ম্যাচে ওয়েস্ট উইন্ডিজকে হারিয়ে আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগিয়েছিল। ফেভারিট দল হিসেবে আজ সোমবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে তারা নিজেদের ইতিহাসে রেকর্ড গড়া ৩০৪ রানের জয় পেয়েছে।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে যা দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়। এই জয়ে তারা তালিকায় নাম লিখিয়েছে ভারতের পরেই। চলতি বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩১৭ রানে রোহিত শর্মাদের জয়টি তালিকার শীর্ষে আছে। ৩ নম্বরে আছে ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ২৯০ রানের জয়টি। কিউইদের এই জয়টি এত দিন ছিল দুইয়ে। আজ তা হটিয়ে তাদের জায়গা নিল জিম্বাবুয়ে।

হারারে স্পোর্টস ক্লাবে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে ৪০৮ রান করে জিম্বাবুয়ে। সেই রান তাড়ায় নেমে মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায় আমেরিকানরা। পাওয়ার প্লের ওভারগুলোতেই তারা ৫ উইকেট হারিয়ে বসে। দলটির হয়ে গজানন্দ সিং, অভিষেক পারাদকার ও জেসি সিং শুধু দুই অঙ্কের রান পেরোতে পেরেছেন। এর বাইরে আর কোনো ব্যাটসম্যানই ৯ রানের বেশি করতে পারেননি। তিন ব্যাটসম্যান আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। অভিষেক ২৪, জেসি ২১ ও গজানন্দ ১৩ রান করেছেন।

জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা ১৫ রান খরচায় দুটি ও রিচার্ড এনগারাভা ২৫ রানে দুই উইকেট শিকার করেছেন। ব্রাড ইভান্স, লুক জঙ্গু ও রায়ান বার্ল নিয়েছেন একটি করে উইকেট। তাতে ১০৪ রানের বেশি করতে পারেনি যুক্তরাষ্ট্র।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬৫ বলে সেঞ্চুরি করা শন উইলিয়ামস থেমেছেন ১৭৪ রান করে। তার ব্যাট থেকে আসে ২১ চার ও ৫ ছক্কা। তাতে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার ৪০০ রানের মাইলফলক অতিক্রম করে জিম্বাবুয়ে।

ঠিকানা/এনআই