ঠিকানা অনলাইন : বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি, তা এখনও বিশ্বাস হচ্ছে না ভক্তদের। প্রায় সবাই এখনও আছেন ভালোলাগার ঘোরে। ভক্তদের এত আবেগ, মেসির থাকবে না তা হয়! বিশ্বকাপ জয়ের পর মেসি নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ছবি দিয়ে যাচ্ছেন ট্রফি নিয়ে। কখনও স্টেডিয়ামে, কখনও বিমানে ছবি দিয়ে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন। ছবি দিয়ে আবার গড়ছেন লাইক-কমেন্টসের রেকর্ড।
সেই মেসি এবার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হওয়া নিয়ে দিলেন আবেগঘন বার্তা। এক ভিডিও বার্তায় নিজের ক্যারিয়ারের অনেক মুহূর্ত তুলে ধরেছেন তিনি। তুলে ধরেছেন শৈশব থেকে শুরু করে স্বপ্ন পূরণ হওয়ার পথে সব বাধা-বিপত্তি নিয়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন মেসি। সেখানে পাঁচ বছর বয়সে স্থানীয় ক্লাব গ্রান্দোলির হয়ে খেলা থেকে বিশ্বকাপ জয়—সব স্মৃতি নিয়েই জানিয়েছেন মেসি।
মেসি ভিডিও বার্তায় জানালেন, ‘গ্রান্দোলি থেকে কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রায় ৩০ বছর কেটে গেছে। প্রায় তিন দশকের এই সময়ে ফুটবল আমাকে অনেক আনন্দ দিয়েছে, কিছু দুঃখও দিয়েছে। সবসময়ই আমার স্বপ্ন ছিল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার, আমি চেষ্টা করা বন্ধ করতে চাইনি, এমনকি কখনও এমন কিছু নাও অর্জন করতে পারি- এটা জানার পরও।’
‘এই ট্রফিটি আমরা জিতেছি তাদের জন্যও, যারা আগের বিশ্বকাপগুলিতে এটি অর্জন করতে পারেননি, যেমন ২০১৪ সালে ব্রাজিলে। সেবারও প্রত্যেকের এটি প্রাপ্য ছিল, কারণ তারা ফাইনাল পর্যন্ত লড়াই করেছিল, কঠোর পরিশ্রম করেছিল এবং জিততে চেয়েছিল, ঠিক আমি যতটা পরিশ্রম করেছিলাম ও চেয়েছিলাম। অমন বাজেভাবে শেষ হওয়া ফাইনালেও আমাদের ট্রফিটি প্রাপ্য ছিল।’
মেসি স্মরণ করেছেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকেও। তিনি বলেছেন, ‘দিয়েগোর জন্যও এই ট্রফি, যিনি স্বর্গ থেকে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন। এই সাফল্য তাদের সকলের জন্য, যারা সবসময় ফলাফলের দিকে না তাকিয়ে জাতীয় দলের পাশে থেকেছে, আমাদের চেষ্টা ও আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়েছে, এমনকি যখন সবকিছু চাওয়া অনুযায়ী হয়নি তখনও…আর অবশ্যই কোচিং স্টাফ এবং জাতীয় দলের সঙ্গে সংশ্লিষ্ট সকলের জন্য, যারা আমাদের জন্য সবকিছু সহজ করতে দিনরাত কাজ করেছেন। ব্যর্থতা অনেক সময় যাত্রা এবং শেখার অংশ। হতাশা, ব্যর্থতা ছাড়া সাফল্য পাওয়া অসম্ভব। হৃদয় থেকে সবাইকে অনেক ধন্যবাদ! চলো আর্জেন্টিনা এগিয়ে যাই।’
ঠিকানা/এসআর