বর্তমানে নানা পেশায় ও ব্যবসা প্রতিষ্ঠানে নারীরা উল্লেখযোগ্য ভূমিকায় রয়েছে। তবে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মটরসে এই প্রথমবারের মতো শীর্ষ দুই নির্বাহীর পদে থাকবেন দুইজন নারী।
বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়, জেনারেল মটরসের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা চাক স্টিভেন অবসরে যাচ্ছেন শিগগির। আর তার জায়গায় সেপ্টেম্বরে স্থলাভিষিক্ত হবেন ৩৯ বছর বয়সী দিব্যিয়া সুরিয়াদেভারা।
আর এর মধ্যে দিয়ে জেনারেল মটরসে দুইজন শীর্ষ নির্বাহীর পদে নারী যুক্ত হলেন। কেননা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মেরি বারা। মেরি বারা ২০১৪ সালে জেনারেল মটরস এর প্রথম নারী প্রধান নির্বাহী হিসেবে যোগ দেন।
জেনারেল মটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা মেরি বারা
জেনারেল মটরসে প্রধান নির্বাহী বারা জানিয়েছেন, দিব্যিয়া সুরিয়াদেভারা সিএফও পদে তার কাজ খুব ভালোভাব এ পরিচালনা করে আসছিলেন, এবং তার এসব ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা রয়েছে।
সুরিয়াদেভারা ২০০৫ সালে জেনারেল মটরসে যোগ দেন এবং ২০১৭ সালে প্রতিষ্ঠানের কর্পোরেট ফিন্যান্সের ভাইস প্রেসিডেন্ট হন।
আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করা সুরিয়াদেভারা প্রতিষ্ঠানের বিনিয়োগ বিভিন্ন বিষয়ে মেরা বারাকে সহায়তা করেছেন।