বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এখন ঢাকায়। রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে তিনি দুইদিনের সফরে বাংলাদেশে এসেছেন।
শনিবার (৩০ জুন) সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
জিম ইয়ং কিম তার ঢাকা সফরে হোটেল র্যাডিসনে অবস্থান করবেন।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের মুখপাত্র মেহরিন আহমেদ মাহবুব এই তথ্য জানান।
এদিকে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও শনিবার মধ্যরাতে ঢাকায় আসছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের।
জানা গেছে, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ও জাতিসংঘ মহাসচিব আগামী সোমবার (২ জুলাই) কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলো ঘুরে দেখবেন ।