বিশ্বমঞ্চে চীন শক্তির ভারসাম্য : ব্রাজিলের প্রেসিডেন্ট

ঠিকানা অনলাইন : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, বিশ্বমঞ্চে চীনের উপস্থিতি বৈশ্বিক অর্থনৈতিক ও বৈজ্ঞানিক উন্নয়নে শক্তির একটি নির্দিষ্ট ভারসাম্যের প্রতিনিধিত্ব করে। এটি বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। সম্প্রতি চীন সফরের সময় দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির সাথে সাক্ষাৎকারে লুলা গত পাঁচ দশকে চীনের অগ্রগতির প্রশংসা করেন। বলেন, খুব কম লোকই ২০২৩ সালের মধ্যে চীন বড় বৈশ্বিক শক্তি হয়ে উঠবে বলে ধারণা করতে পেরেছিলেন।

বিশ্বে প্রতিযোগিতা অপরিহার্য মন্তব্য করে লুলা বলেন, ‘চীন প্রতিযোগিতার মাধ্যমে তার প্রধান শক্তিধর হওয়ার মর্যাদা ধরে রেখেছে’। তিনি প্রায় সব অর্থনৈতিক ক্ষেত্রে এবং সেইসাথে বিজ্ঞান, প্রযুক্তি, উৎপাদন এবং প্রকৌশলে চীনের শক্তির প্রশংসা করেন। লুলা বিনিয়োগ ও শিক্ষার উপর চীনের ফোকাস এবং প্রকৌশল, জীববিজ্ঞান, চিকিৎসা ও বিমান চলাচলের মতো বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা গড়ে তোলার প্রচেষ্টার প্রশংসা করেন। লুলা বলেন, ‘চীন যুদ্ধের উসকানি দেয় না, বরং অভিন্ন উন্নয়নের চেষ্টা করে।’

লুলা অনুন্নত দেশগুলোতে চীনের বিনিয়োগেরও প্রশংসা করেন। অনুন্নত দেশগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নীত করতে এবং উন্নত দেশগুলোর ওপর তাদের নির্ভরতা হ্রাস করার জন্য অন্যান্য উন্নত দেশগুলোকে চীনকে ঈর্ষা না করে অনুসরণ করার পরামর্শ দেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সূত্র : সিআরআই

ঠিকানা/এম