বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে ২ দিনব্যাপী সাহিত্য মেলা

ঠিকানা রিপোর্ট: আলোকিত মানুষ চাই-এই স্লোগানে যাত্রা শুরু করেছিলো বিশ্বসাহিত্য কেন্দ্র। আর এই জ্ঞানের আলো বিতরণকারী স্বপ্ন পুরুষ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। বই পড়ানোর অভ্যাস গড়ে তুলতে আধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বিশ্ব সাতিহ্য কেন্দ্র শাখার অনুমোদন দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে। তার মধ্যে অন্যতম হচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্র নিউইয়র্ক। এই সংগঠনের মূল দায়িত্বে রয়েছেন মাহফুজা হাসান ও আশরাফুল হাসান বুলবুল। প্রতিষ্ঠার পর থেকেই বিশ্বসাহিত্য কেন্দ্র বই মেলার পাশাপাশি নিয়মিত অসংখ্য অনুষ্ঠান করেছে। বলতে গেলে প্রতি মাসেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের অনুষ্ঠান ছিলো। এখন মাসিক অনুষ্ঠান নানা ব্যস্ততার কারণে করা সম্ভব না হলেও অনেক সুন্দর সুন্দর ও মননশীল অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছে। তারই অংশ হিসাবে বিশ্বসাহিত্য কেন্দ্রের (নিউইয়র্ক) উদ্যোগে দুই দিনব্যাপাী সাহিত্য মেলার আয়োজন করতে যাচ্ছে। দুই দিনব্যাপী এই মেলাটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ ও ৩০ জুন। দিনব্যাপী সাহিত্য মেলাটি অনুষ্ঠিত হবে ১৫৩-২৭, ৮৮ এভিনিউ, জ্যামাইকার পিএস ১৮২ স্কুল অডিটোরিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রাণ পুরুষ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। এ ছাড়াও দেশ-বিদেশের কৃতি সাহিত্যিক, শিল্পী এবং চলচ্চিত্রকার অংশগ্রহণ করবেন। আয়োজকরা চেষ্টা করছেন এই আয়োজনকে কবি, লেখক, সাহিত্যিক এবং সাহিত্যপ্রেমীদের মিলন মেলায় পরিণত করতে। সাহিত্য মেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই ৫০% ডিসকাউন্টে পাওয়া যাবে।