
বিশ্বচরাচর ডেস্ক : বিশ্বের ক্ষমতাধর দেশের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী বিজনেস ইনসাইডার। মার্কিন ওই সাময়িকীতে প্রকাশিত তালিকায় প্রথম ১০টি দেশের মধ্যে নবম স্থানে রয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
মার্কিন সাময়িকী বিজনেস ইনসাইডার ক্ষমতাধর দেশের যে তালিকা প্রকাশ করেছে, তাতে বিবেচনায় রাখা হয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব। নতুন এ তালিকায় ক্ষমতাধর ১০টি দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
সৌদি আরবের নাম তালিকায় নবম স্থানে রাখা প্রসঙ্গে সাময়িকীটি তাদের বর্ণনায় বলেছে, সৌদি হলো মধ্যপ্রাচ্যের জায়ান্ট। তা ছাড়া দেশটির অর্থনীতির মূল চালিকাশক্তি হলো তেল। কেননা বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারক এই দেশটি থেকে বেশির ভাগ দেশ তেল ক্রয় করে।
সৌদি আরবের ক্ষমতাধর দেশের তালিকায় থাকার আরেকটি বড় কারণ হলো পবিত্র মক্কা ও মদিনা। গোটা বিশ্বের কোটি কোটি মুসলিম হজ পালনের জন্য প্রতি বছর সৌদি আরবে যায়। তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া, চীন, জার্মানি এবং যুক্তরাজ্য। তালিকায় ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স, জাপান, ইসরাইল, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া। তা ছাড়া সংযুক্ত আরব আমিরাত রয়েছে একাদশ স্থানে।
বিজনেস ইনসাইডার জরিপটি পরিচালনা করে মূলত কোনো দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনায় রেখে।