ক্যাপ্টেন শাহনাজ লাগহারি আপাদমস্তক হিজাব-বোরকায় ঢেকে রেখেই চালাবেন বিমান! গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের প্রথম হিজাবি পাইলট তিনি।
পাকিস্তানের এই নারী পাইলট একাই একটি উড়োজাহাজ সম্পূর্ণ চালানোর সক্ষমতা রাখেন। তিনি দেখাতে চেয়েছেন যদি তুমি আসলেই উদ্যমী হও, তাহলে ধর্মীয় পোশাক কখনো তোমাকে কোনো বাঁধা দেবে না।
তিনি তার সব কাজ এ রকম পূর্ণাঙ্গ বোরকা পরেই সম্পাদন করেন। তার ফেসবুক পেজ থেকে জানা গেছে, তিনি ২০১৩ সালে পাকিস্তানের জাতীয় নির্বাচনে লাহোরের এনএ-১২২ আসন থেকে অংশগ্রহণ করেছেন একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তার নির্বাচনী প্রতীক ছিল গাভী।
একাধারে তিনি একজন রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী। এছাড়া তিনি বিনামূল্যে শিক্ষাকেন্দ্র স্থাপন করে গরিব নারীদের শিক্ষার ব্যবস্থা করেছেন। এবং গরিব নারীদের কর্মসংস্থানে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রও প্রতিষ্ঠা করেছেন।
গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের প্রথম হিজাবি পাইলট তিনি। তিনি তার সব কাজ এ রকম পূর্ণাঙ্গ বোরকা পরেই সম্পাদন করেন।