মিজানুর রহমান মিজান :
নারী তুমি বিশ্বের বিস্ময়
তোমাকে ছাড়া এই পৃথিবীটা
নিঃস্ব মনে হয়।
নানান রূপে নানান জায়গায়
তোমার অবস্থান
একবার নয়
বারবার তোমায় জানাই সম্মান।
শুধু দিবসেই নয়
আমারই হৃদয়
সদাই ভাবে যেই কথা,
নারীবিহীন জীবন যেন
থমকে দাঁড়ায় হেথা।
নারী তুমি শক্তি, তুমি কোমল
মনের অধিকারী
আর সবারই অনুপ্রেরণা,
যে ডাকেতে মন ভিজে যায়
সে তো তুমি আমার মা।
তুমি রাখালের বাঁশির সুর
তুমি নববধূর সাজে
হারাও দূর থেকে বহুদূর।
নারী তুমি সবার মুখের হাসি
মায়াবী চোখের চাহনি
তোমার লাগিয়া
সব খুঁজে পায়
এই যে ধরণি।