বিশ্বের সবচেয়ে উঁচু কবরস্থানে চিরনিদ্রায় পেলে

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : ফুটবলে অদ্বিতীয় পেলে। তার সঙ্গে তুলনা হয় না অন্য কারোর। মৃত্যুর পর তার শেষ বিশ্রামের স্থানটিও হবে ব্যতিক্রমী। যেখানে চিরনিদ্রায় পেলে তা বিশ্বের সবচেয়ে উঁচু কবরস্থান, যার ভেতরে কিংবদন্তির কফিন ঘিরে তৈরি করা হবে কৃত্রিম টার্ফের বড় একটি রেপ্লিকা স্টেডিয়াম।

গত বছরের ২৯ ডিসেম্বর ক্যানসারের কাছে হার মানেন ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট। মৃত্যুর কোলে ঢলে পড়েন ৮২ বছর বয়সে। ৩ জানুয়ারি মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সমাধি হয়েছে মেমোরিয়াল ইকুমেনিকাল কবরস্থানে, যা পৃথিবীর সবচেয়ে উঁচু কবরস্থানের জন্য গিনেস রেকর্ড ধারণ করে।

সান্তোসের দক্ষিণ-পূর্ব বন্দর শহরে অবস্থিত কবরস্থানটির মোট আয়তন ৪০ হাজার বর্গমিটার। এতে রয়েছে রেস্তোরাঁ, অটোমোবাইল মিউজিয়াম এবং একটি ছোট মাছের পুকুর। ক্যারিয়ারের বেশির ভাগ সময় কাটানো সান্তোসের এই কবরস্থানে ১৯ বছর আগে নিজের জন্য সমাধিটি কিনেছিলেন পেলে।

পেলের ২০০ বর্গমিটার সমাধিটি একটি ফুটবল স্টেডিয়ামের মতো সজ্জিত করা হবে। কৃত্রিম টার্ফের মাঝখানে প্রদর্শিত কফিনে রাখা হবে পেলের গৌরবময় দিনগুলোর ছবি। কবরস্থানের এক মুখপাত্র জানিয়েছে এ তথ্য।

ঠিকানা/এনআই