বিশ্বে ৩২ নারী সাংবাদিক কারাবন্দী

বিশ্বচরাচর ডেস্ক : রাজনীতি, দুর্নীতি ও মানবাধিকার নিয়ে সাংবাদিকতা করতে গিয়ে বিশ্বজুড়ে কারারুদ্ধ হয়েছেন ৩৩ নারী। এর মধ্যে একজন গত মাসে জেলমুক্ত হয়েছেন। বন্দী আছেন ৩২ জন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) গত ৮ মার্চ তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২৫১ জন কারাবন্দী সাংবাদিকের মধ্যে ৩৩ জন নারী। সাংবাদিকতার কারণেই কারাগারে যেতে হয়েছে তাদের। এর মধ্যে তুরস্ক ও চীনের সাংবাদিক বেশি। তুরস্কের ১৪ জন, চীনের সাতজন, সৌদি আরবের চারজন, ভিয়েতনামের দুজন, ইসরাইল অধীকৃত ফিলিস্তিনের দুজন, মিসরের দুজন ও সিরিয়ার একজন।

কারাবন্দীদের মধ্যে তুরস্কের সাংবাদিক জেহরা দোগান রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে সাজা ভোগের পর গত মাসে মুক্তি পেয়েছেন। নারীদের গাড়ি চালনার ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় চার নারী সাংবাদিককে বন্দী করে সৌদি আরব। এ ছাড়া কয়েকজন নারী সাংবাদিক আটক অবস্থায় যৌন হেনস্তার শিকার হন।

তুরস্ক মোট ৬৮ জন সাংবাদিককে কারাগারে পাঠিয়েছে। এর মধ্যে দুমান যাবজ্জীবন কারাদÐ ভোগ করছেন। তিনি সবচেয়ে বেশি সময় ধরে আটকাবস্থায় আছেন।