বিশ্ব দাবার এশিয়ান জোনের সভাপতি বাংলাদেশের শামীম

স্পোর্টস রিপোর্ট : প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব দাবা সংস্থা ফিদের এশিয়ান একটি জোনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সৈয়দ শাহাব উদ্দিন শামীম। তিনি বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক। সৈয়দ শাহাব উদ্দিন শামীম নেতৃত্ব নেবেন এশিয়ান জোন ৩২-এর। গত ৪ অক্টোবর জর্জিয়ার বাতুমি শহরে এশিয়ান দাবা ফেডারেশনের এশিয়ান কন্টিন্টেনাল সাধারণ সভায় বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদককে এশিয়ান জোন ৩২ এর সভাপতি নির্বাচিত করা হয়। এ সভায় এশিয়ার বিভিন্ন জোন ও এশিয়ান দাবা ফেডারেশনের বিভিন্ন পদে নির্বাচন হয়েছে। সৈয়দ শাহাব উদ্দিন শামীম আগামী চার বছর এশিয়ান জোন ৩২ এর সভাপতির দায়িত্ব পালন করবেন। জর্জিয়ার এ শহরেই চলছে ৪৩ তম বিশ্ব দাবা অলিম্পিয়াড। এশিয়ান জোন ৩২-এ রয়েছে ৬টি দেশ। বাংলাদেশ ছাড়া বাকি ৫টি দেশ হচ্ছে ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।