ঠিকানা অনলাইন : পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের লংমার্চ তৃতীয় দিনের মতো চলছে। গত দুদিনেই লংমার্চের ভাষণে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের এক হাত নেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। এবার ইমরান খানকে পাল্টা কড়া ভাষায় আক্রমণ করলেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আজ ৩০ অক্টোবর (রবিবার) শাহবাজ বলেন- ইমরান খান একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছেন, যা তাকে গড়ে তুলেছে। লাহোরে এক ইউটিউবারের প্রশ্নের জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পিটিআই প্রধান ভয়াবহভাবে পাকিস্তান সেনাবাহিনীকে আক্রমণ করেছেন। এই প্রতিষ্ঠান পাকিস্তানের প্রতিরক্ষায় কাজ করে।
শাহবাজ শরীফ আরও বলেন, পাকিস্তানের সূচনা থেকে এই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সেনারা যুদ্ধে বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বহু আত্মত্যাগ করেছেন। দেশের কোথাও যখন নিরাপদ ছিল না তখন সেনাবাহিনীই লড়েছে।
এ সময় প্রশ্নের সুরে শাহবাজ বলেন, এরপরও এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি বিষ ছড়াচ্ছেন। কোনো অবৈধ পদক্ষেপ কী নেওয়া হয়েছে? আমাকে বলুন ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট কি অবৈধ বা অসাংবিধানিক ছিল?
তিনি দাবি করেন, ইমরান খান অনাস্থা ভোটে টিকতে দেশের সেনাপ্রধানের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। এ ছাড়া শাহবাজ শরীফ বলেন, ‘ইমরান খানের মতো মিথ্যাবাদী আমি জীবনে দেখি নাই।’
ঠিকানা/এম