ঠিকানা রিপোর্ট : কোর্ট কাচারির ঝক্কি-ঝামেলা শেষে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক বিয়ানীবাজারবাসীর স্বত:স্ফূত উপস্থিতিতে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটির (২০১৮-২০১৯) বর্ণাঢ্য অভিষেক জাকজমপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কয়েক পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো উদ্বোধনী অনুষ্ঠান, দ্বিতীয় পর্বে শপথ গ্রহণ, তৃতীয় পর্বে আলোচনা সভা এবং শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুহুলের পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মাসুদুল হক ছানু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউজার্সি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুস শহীদ, সম্মানিত অতিথি ছিলেন সাবেক এমপি এবং ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, বিয়ানীবাজার সমিতির প্রথম নির্বাচিত সভাপতি আবুল কালাম, সাবেক সভাপতি আজিমুর রহমান সাবু, আব্দুর রাজ্জাক, মাকসুদুল ইসলাম খান, আজিজুর রহমান বোরহান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, নব নির্বাচিত সভাপতি মস্তফা কামাল, প্রধান নির্বাচন কমিশনার আব্দুস শহীদ, সংগঠনের উপদেষ্টা ছমির উদ্দিন, আব্দুল আহাদ ফারুক, মহিউদ্দিন, গৌছ উদ্দিন খান, সাবেক উপদেষ্টা মকবুল রহিম চুনই, মজিব আহমেদ তোতা, মোহাম্মদ বদরুল হক, আফতাব উদ্দিন, আবুল হোসেন, শামসুল ইসলাম, আব্দুল জলিল প্রমুখ।
বিদায়ী সভাপতি মাসুদুল হক ছানুর বক্তব্যের পরই নব নির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করানো হয়। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সদস্য সামছুল হক, মিসবাহ আহমেদ, ময়েজ উদ্দিন ও কমর উদ্দিনকে পরিচয় করিয়ে দেন এবং নব নির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান। এরপর নব নির্বাচিত সভাপতি মস্তফা কামাল নব নির্বাচিত কার্যকরি কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। বিদায়ী সভাপতি নব নির্বাচিত সভাপতিকেও ফুলেল অভিনন্দন জানান। নব নির্বাচিত সভাপতিকে ক্রেস্ট প্রদান করেন পেনসিলভেনিয়া বিয়ানীবাজার সমিতির সভাপতি মাসুকুল ইসলাম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ, মিসবাহ আহমেদ, গোলাম মুর্তজা, মোহাম্মদ আমিনুল হোসেন, সরোয়ার হোসেন, আব্দুল হাসিম, আব্দুল কুদ্দুস টিটো, আব্দুল হাসিব প্রমুখ।
প্রধান অতিথি ড. আব্দুস শহীদ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার একটি লাইনÑ ‘তোমার হলো শুরু, আমার হলো সারা’ উদ্ধৃত করে বক্তব্যে বলেন, একজনের শেষ, অন্যজনের শুরু। তবে নতুন কমিটির কাছে প্রত্যাশা আগামীতেও যেন সংগঠনের উন্নয়নের ধারা অব্যাহত থাকে। ফেব্রুয়ারি মাসকে ভাষার মাস উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ভিত্তি স্থাপিত হয় ভাষার আন্দোলনকে কেন্দ্র করে। দেশ স্বাধীন না হলে আমরা হয়তো আজ অনেকে এদেশে আসার সুযোগ পেতাম না। তিনি ক্ষোভের সাথে বলেন, আজও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী অনেক মুক্তিযোদ্ধা ও দেশের অনেক মানুষ আর্থিক কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। সে মানুষদের প্রতি সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
তিনি নতুন প্রজন্মের কথা উল্লেখ করে বলেন, নতুন প্রজন্মকে এদেশের মূলধারার সাথে সম্পৃক্ত করতে হবে। তাহলে আমরা অনেক সুযোগ-সুবিধা পাবো।
সম্মানিত অতিথি সাবেক এমপি এম এম শাহীন নবনির্বাচিত কমিটির সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, বিয়ানীবাজার সিলেট তথা বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী এলাকা। বিয়ানীবাজার এলাকায় অনেক গুণীজন জন্ম নিয়েছেন। আমি এম এম শাহীন বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য এবং জালালাবাদ এসোসিয়েশন, ঠিকানা প্রতিষ্ঠাসহ বিভিন্ন কর্মকান্ডের নেতৃত্ব দিয়েছি বিয়ানীবাজার এলাকার মৃত এবং জীবিত অনেক গুণীজনের সহযোগিতায়। আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের অবদানেই আমি আজকে এম এম শাহীন হয়েছে। তিনি আরো বলেন, ঠিকানা সব সময় আপনাদের পাশে রয়েছে, আগামীতেও পাশে থাকবে। তিনি ঠিকানার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং আনন্দ উৎসবের আমন্ত্রণ জানান। অনুষ্ঠানটি আগামী ২৪ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের পিএস ৬৯ স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
বিয়ানীবাজার সমিতির প্রথম নির্বাচিত সভাপতি আবুল কালাম বলেন, সমিতির নির্বাচনকে কেন্দ্র করে অনেক সদস্য আহত হয়েছেন। সেজন্য অনেকে আসেননি। তিনি বর্তমান কার্যকরি সদস্যদের অনুরোধ করেন, আগামীতে সবাইকে সাথে নিয়ে সমিতির কার্যক্রম যেনো চালিয়ে যাওয়া হয়।
বিদায়ী সভাপতি মাসুদুল হক ছানু বলেন, আপনাদের সকলের সহযোগিতায় আমার কমিটি বিয়ানীবাজার সমিতি সুষ্ঠুভাবে পরিচালিত করেছে। সমিতির নিয়মিত অনুষ্ঠানের পাশাপাশি নিউজার্সিতে ৫৬৫০০ ডলার ব্যয়ে ১১৩টি কবর ক্রয় করেছি। ভবনের নিয়মিত মর্গেজ ছাড়াও ৬০ হাজার ডলার অতিরিক্ত প্রদান করেছি। যার ফলে মর্গেজের কিস্তির অর্থ কমে যাবে। তিনি নতুন কমিটিকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
নবনির্বাচিত সভাপতি মস্তফা কামাল সকলের সহযোগিতা ও পরামর্শে সংগঠনকে আরো গতিশীল এবং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, তার পরিষদ ভবনকে ঋণ মুক্ত করার চেষ্টা করবেন। তাকে সংগঠনের দায়িত্ব দেয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মুহিবুর রহমান এই বৈরি আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠানকে সফল এবং স্বার্থক করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশ বিয়ানীবাজার সমিতি প্রবাসের একটি অনন্য সংগঠন। আমরা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক হয়েও এই সংগঠনকে রাজনীতির উর্ধ্বে রেখেছে। সেই ধারা ১৯৮৭ সাল থেকেই চলে আসছে। আগামীতেও যেন এই সংগঠনকে রাজনীতির উর্ধ্বে রাখা হয়। তারা আরো বলেন, আশা করছি বর্তমান সভাপতি এবং তার পরিষদ ভবনের ঋণ শোধ করে এই সংগঠনকে সমিতির নামে নিয়ে আসবে। ভবন ঋণ মুক্ত হলে সেই ভবনে যেন একটি রুম খালি করে রাখা হয়। সবাই যেন সেখানে গিয়ে কিছু সময় কাটাতে পারে।
অনুষ্ঠানে অভিষিক্ত কর্মকর্তারা হলেন সভাপতি মস্তফা কামাল, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুহুল, সহ সভাপতি আবুল কালাম, সহ সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, কোষাধ্যক্ষ কাওছার হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলিম, দপ্তর সম্পাদক রেজাউল হক, প্রচার সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জয়নুল হক, মহিলা সম্পাদিকা ফাহমিদা আক্তার, কার্যকরি সদস্য শামীম আহমদ, আহমদ মুস্তফা, মোহাম্মদ আই জহিরুল, আব্দুল বাসিত, মোহাম্মদ আতিকুর রহমান ও মোহাম্মদ এন জামান।
অভিষেক উপলক্ষে আব্দুল কাদিরের সম্পাদনায় ’আমাদের বিয়ানীবাজার’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। স্মরণিকাটি রোহিঙ্গা শরণার্থিদের ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে বিয়ানীবাজারের যে ৬ জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয় তাদের উৎসর্গ করা হয়েছে।
অনুষ্ঠানে বিয়ানীবাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও প্রবাসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অন্যদিকে বিরোধের কারণে একটি অংশের অনুপস্থিতি ছিলো লক্ষ্যণীয়।
অনুষ্ঠানের শেষ পর্ব এবং উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে সমীর বড়–য়ার নেতৃত্বে শিল্পকলা একাডেমি ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। এই অংশটি পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা রায়।