ঠিকানা অনলাইন : অবশেষে ফুরোল অপেক্ষা। ৩০ অক্টোবর শুক্রবার ভারতীয় সময় রাত ৮টার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন কাজল। এরই মধ্যে বিয়ের ছবি ভাইরাল হয়েছে।
গোলাপি মণ্ডপে বিয়ের পিঁড়িতে বসে ছিলেন দক্ষিণ ভারতের সুপারস্টার নায়িকা কাজল আগারওয়াল। বিয়েতে কাজল পরেছিলেন লাল লেহেঙ্গা আর ব্যবসায়ী স্বামী গৌতম কিচলু পরেছিলেন গোলাপি পাঞ্জাবি। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও পাত্র-পাত্রীর বন্ধুরা।
চলতি বছরের আগস্টে বিলিয়নিয়ার ব্যবসায়ী গৌতমের সঙ্গে গোপনে আংটি বদলের খবর রটে কাজল আগরওয়ালের। তখন এ নিয়ে মুখ খোলেননি কাজল। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে গৌতমকে জীবনসঙ্গী করে নিলেন কাজল।
ঠিকানা/এনআই