স্পোর্টস ডেস্ক : দু’জনের জীবন থেকে ক্রিকেট সরে গেছে ১২ মাসের জন্য। বল বিকৃতি-কা-ে এক বছরের জন্য নিষিদ্ধ স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের এখন অফুরন্ত অবসর। তিন কাঠির খেলার সঙ্গে আপাতত কোনো সম্পর্ক নেই। তাই বলে হাত গুটিয়ে বসে থাকাও তো যায় না। ওয়ার্নার এরই মধ্যে নিজের প্রাসাদোপম বাড়ি নির্মাণের কাজে হাত দিয়েছেন। স্মিথ কী করছেন? ওয়ার্নার যখন স্বপ্নের বাড়ি নির্মাণে সময় দিচ্ছেন, স্মিথ তখন নিজের জীবন গুছিয়ে নিতে পরিকল্পনা করছেন। ড্যানিয়েল উইলিসের সঙ্গে তার বাগদান হয়েছে আগেই। এখন শুধু ‘আই ডু’ বলার অপেক্ষা। বাগদত্তা ড্যানিয়েলকে কবে নাগাদ পাকাপাকিভাবে নিজের জীবনের সঙ্গে জুড়ে নেবেন, সেই পরিকল্পনায় বিভোর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। নিঃসীম শূন্যতার মধ্যে স্মিথ পাশে পেয়েছেন প্রেমিকাকে। ড্যানিয়েল তাকে সমর্থন ও সাহস জুগিয়ে সামনের পথ দেখাচ্ছেন। সেই পথ গিয়ে শেষ হবে বিয়ের উদ্যানে। ওয়েবসাইট।
- বিজ্ঞাপন -