বিয়ে করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। বর হিশাম চিশতি বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। তিনি রাজনীতির সঙ্গেও যুক্ত। তমা মির্জা জানান, হিশাম চিশতি বর্তমানে কানাডায় আছেন।
তার পরিবারের লোকজন এসে গত ৯ মার্চ ঘরোয়া আয়োজনে তমাকে আংটি পরিয়ে যান। আগামী এপ্রিলে হিশাম দেশে ফিরলে তাদের বিয়ে সম্পন্ন হবে।
শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমা মির্জা। ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রের সুবাদে তিনি বড়পর্দায় পা রাখেন। এরপর কাজ করেছেন ‘মনে বড় কষ্ট’, ‘ও আমার দেশের মাটি’, ‘অহংকার’, ‘চল পালাই’, ‘গেইম রিটার্নস’, ‘গ্রাস’সহ বেশ কিছু চলচ্চিত্রে।