ফিরোজ হুমায়ুন :
চুলে ধরেছে পাক
মাথায় লম্বা টাক
গিরায় গিরায় বাত
নড়বড়ে সব দাঁত
চোখে পড়েছে ছানি
দরজায় মৃত্যুর হাতছানি
সারা দিন করি বকবক
কাশি শুধু খকখক।
হাঁটতে লাগে ছড়ি
তার পরও উল্টে পড়ি।
খেয়েদেয়ে ভুলে যাই
গিন্নির বকা খাই।
খাই শুধু লতাপাতা
ভাবি শুধু ছাতামাথা।
এর উপায় কী যে করি?
তা নিয়ে ভেবে মরি।
খোদা বুদ্ধি একটা দাও
নইলে জীবনটাই নিয়ে নাও ॥