
ঠিকানা অনলাইন : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দেশটির মাউহান প্রদেশের একটি গ্রামে। প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে এ তথ্য জানায় ভয়েস অব আমেরিকা।
গভর্নর বাবো পিয়েরে বাসিঙ্গা জানান, ১১ মে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে হামলাকারীরা একদল কৃষকের ওপর নির্বিচারে গুলি চালায়। মাউহান প্রদেশের চেরিবা বিভাগের ইউলাউ গ্রামে কাপুরুষোচিত ও বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারীরা নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালায় যারা নদীর তীরে কৃষিকাজ করছিলেন। এ সময় প্রাদেশিক গভর্নর মৃতের সংখ্যা ৩৩ জন বলে উল্লেখ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা ভারী অস্ত্রধারীরা কৃষকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। শুক্রবার নিহতদের দাফন করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। হামলাকারীরা গুলি চালানোর আগে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ঠিকানা/এম