ঠিকানা অনলাইন : ২০২৩ আইপিএলের ফাইনালের দিন যে বৃষ্টি বাগড়া দেবে, তার ইঙ্গিত আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। শেষ পর্যন্ত এই আশঙ্কাটাই সত্যি হলো। বৃষ্টিবাধায় নির্ধারিত দিন ২৮ মে রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হয়নি গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংসের ফাইনাল। ফলে এক দিন পিছিয়ে ২৯ মে সোমবার রিজার্ভ ডেতে একই সময়ে শিরোপার লড়াইয়ে নামবেন মহেন্দ্র সিং ধোনি-হার্দিক পান্ডিয়ারা।
রোববার ১৬তম আইপিএলের ফাইনাল খেলা তো দূরে থাক, টস পর্যন্ত হয়নি। টসের আগেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। ক্রিকবাজ, ক্রিকইনফো প্রতি মুহূর্তে মাঠের আবহাওয়ার আপডেট দিতে থাকে। বাংলাদেশ সময় রাত ১০টা ৫ মিনিটে পুরো ৪০ ওভার ম্যাচ হওয়ার আশার কথাও শুনিয়েছিল। ১২টা ৩৬ পর্যন্ত সময় ছিল কমপক্ষে ৫ ওভারের ম্যাচ হওয়ার। সেই পর্যন্ত অপেক্ষা করেননি আম্পায়াররা।
শেষ পর্যন্ত ওই দিন ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। মাঠের বড় পর্দায় লেখা ওঠে : ‘২৯ মে রিজার্ভ ডে তে আইপিএল ফাইনাল হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় ৮টায়)।’
বৃষ্টি হলে আইপিএলের ফাইনালে কী হবে, তা নিয়ে আগেই চলছিল আলাপ-আলোচনা। ভারতীয় গণমাধ্যমগুলোতে বলা হয়েছিল, যদি আজ ১ বলেরও খেলা হতো, রিজার্ভ ডেতে সেখান থেকেই ম্যাচ শুরু হতো। সোমবারের আবহাওয়া ভালো থাকার সম্ভাবনার কথা জানিয়েছে ক্রিকবাজ।
ঠিকানা/এনআই