বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, আফগান-কিউইদের পয়েন্ট ভাগাভাগি

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : মেলবোর্নে দিনের প্রথম ম্যাচে বৃষ্টির বাধা এবং দ্বিতীয় ম্যাচে খেলা মাঠেই গড়ায়নি। মাঠে গড়িয়েছে শুধু বৃষ্টির অঝোর ধারা। আর সেই ধারাতে ভেসে গেছে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। এতে দুই দলই ১ পয়েন্ট করে পেয়েছে।

২৬ অক্টোবর বুধবার মেলবোর্নে সুপার টুয়েলভের ১ নম্বর গ্রুপের ম্যাচে মাঠে নামার কথা ছিল নিউজিল্যান্ড ও আফগানিস্তানের। কিন্তু বেরসিক বৃষ্টির বাগড়ায় ব্যাট-বলের দ্বৈরথ অনুষ্ঠিত হলো না তাদের মধ্যে। অনেক সময় অপেক্ষার পর স্থানীয় সময় ৯টা ২৫ মিনিটে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন আম্পায়াররা।

দুই ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ এর শীর্ষে আছে কিউইরা। আর সমান ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে রয়েছে আফগানরা।

গ্রুপ-১-এর পয়েন্ট তালিকায় ২ নম্বরে আছে শ্রীলঙ্কা। ২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২, রানরেট ০.৪৫। সমান ম্যাচে ও সমান পয়েন্ট নিয়ে রানরেটে (০.২৩) পিছিয়ে থাকায় তিনে ইংল্যান্ডের অবস্থান। অন্যদিকে ইংলিশদের হারিয়ে ২ পয়েন্ট পেয়েছে আইরিশরা। ১.১৬ রানরেট নিয়ে আয়ারল্যান্ড আছে পয়েন্ট তালিকার চারে। ২ ম্যাচ খেলে ২ পয়েন্টের মালিক অস্ট্রেলিয়াও। কিন্তু স্বাগতিকদের রানরেটের (-১.৫৫) দুশ্চিন্তা নিয়ে পরের ম্যাচ খেলতে হবে।

এর আগে ২৪ অক্টোবরে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। হোবার্টের বেলেরিভ ওভালে গ্রুপ-২-এর দুই দলের সেই ম্যাচে সহজ জয়ের পথেই এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু বৃষ্টির কারণে নিশ্চিত ২ পয়েন্ট থেকে বঞ্চিত হয় প্রোটিয়ারা।

ঠিকানা/এনআই