বৃহত্তর ময়মনসিংহবাসীর সভা অনুষ্ঠিত

নিউইয়র্ক : আগামী ১১ আগষ্ট বৃহত্তর ময়মনসিংহবাসীর বনভাজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন উপলক্ষে পূর্বনির্ধারিত মিটিং নিউইয়র্কের ব্রঙ্কসে আল-আক্সা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। মিটিংএ নাসির উদ্দিনের পরিচালনায় এবং মাহবুব আলম খসরুর সভাপতিত্বে তিনটি কমিটির অনুমোদন দেয়। কমিটি তিনটি হলো : (১) সমন্বয় কমিটি। (২) পৃষ্ঠপোষক কমিটি। ও (৩) উপদেষ্টা কমিটি।
বনভোজনের প্রধান সমন্নয়ক: এম এ বারী। সমন্নয়ক:- মো: রুহুল আমীন জুয়েল ও মো: খোরশেদ আলম বিপ্লব। প্রধান পৃষ্ঠপোষক:- আখতারুজ্জামান হেপি। পৃষ্ঠপোষক:- মো: আলাউদ্দিন। প্রধান উপদেষ্টা:-শরাফ সরকার। উপদেষ্টা : মিজানুর রহমান খান ও মোহাম্মদ এন ইসলাম। এবং নিম্নলিখিত কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে : সিদ্ধান্ত – ১: বনভোজনের চাঁদা এক পরিবার (৪জন) ১০০ ডলার। চারজনের অধিক হলে জনপ্রতি ২৫ ডলার বেশি দিতে হবে। সিদ্ধান্ত ২: একক চাঁদা ৫০ ডলার। প্রেস বিজ্ঞপ্তি।