বেবি বাম্পের ছবি দিলেন ইলিয়ানা

ঠিকানা অনলাইন : মা হতে চলার খবর আগেই দিয়েছিলেন ইলিয়ানা ডিক্রুজ। এবার প্রথমবার ভক্তদের উদ্দেশে প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি। তবে মা হতে যাওয়ার চমক দিলেও হবু সন্তানের পিতৃপরিচয় প্রকাশ করেন নি অভিনেত্রী।

যদিও ইলিয়ানা গত মাসেই ঘোষণা করেছিলেন প্রথম সন্তান আসছে কয়েক মাসের মধ্যেই। তবে এই প্রথম বেবি বাম্পের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন তিনি।

এ নিয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন এই তারকা। যা তার বাড়িতেই তোলা হয়েছে বলে মনে হচ্ছে। ছবিতে কালো রঙের বডি হাগিং ওয়ানপিস পরে ছিলেন ইলিয়ানা। যা তার বেবি বাম্পকে আরও বেশি হাইলাইট করেছে।

হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন সূত্রে জানা গেছে, ছবিগুলো শেয়ার করে ইলিয়ানা ক্যাপশনে লিখেছেন, ‘বাম্প অ্যালার্ট!’ তিনি তার বান্ধবীকেও কৃতিত্ব দিয়েছেন যিনি ক্যামেরার পিছনে ছিলেন।

ঠিকানা/এম