বৈরাগীবাজার সমিতির নতুন কমিটির অভিষেক

নিউইয়র্ক : বৈরাগীবাজার অ্যাসোসিয়েশনের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ। 

ঠিকানা রিপোর্ট : প্রবাসের আঞ্চলিক সংগঠন বৈরাগীবাজার অ্যাসোসিয়েশন অব ইউএসএ’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টাদের সংবর্ধনা দেওয়া হয়। ২৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জামাইকার স্টার কাবাব অ্যান্ড চায়নিজ রেস্টুরেন্টে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে এবং মোস্তফা অনিক রাজ ও তামিম ইকবাল টিপুর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ ফয়ছল কবির। বিগত কমিটির সাধারণ সম্পাদক তামিম ইকবাল টিপু স্বাগত বক্তব্য দেন।

নিউইয়র্ক : বৈরাগীবাজার অ্যাসোসিয়েশনের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা হাফেজ মো. আব্দুর নূর, বৈরাগীবাজার নিউজ ডটকমের উপদেষ্টা ইমদাদুল হক ইকবাল, বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, উপদেষ্টা সদস্য নুরুল হক, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ইউএসএ কোষাধ্যক্ষ আব্দুল হান্নান লবি, সংবর্ধিত অতিথি হাজী সামছুল ইসলাম, উপদেষ্টা সদস্য এনাম আহমদ, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ইউএসএ’র সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক নাজমুল হক মাহবুব, গোল্ডেন এইজ হোম কেয়ার প্রেসিডেন্ট সিইও শাহ নেওয়াজ, সংগঠনের বিদায়ী সভাপতি ফারুক আহমদ, নবগঠিত কমিটির সভাপতি মাসুক আহমদ ওহিদ আহমদ ও সম্পাদক শামীম আহমদ, সাবেক কোষাধ্যক্ষ সুহেল আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুরহান উদ্দিন কফিল, আহমদ এ হেকিম, সফিকুর রহমান, হাজী শামসুল হক, সিরাজুল ইসলাম, ফখরুল ইসলাম দেলোয়ার, আব্দুস শুক্কুর, জুবেল আহমদ, বৈরাগীবাজার নিউজ ডটকমের বার্তা সম্পাদক হোসেন আহমদ, জুবেল আহমদ, ছাদিকুর রহমান, সুলতান আহমদ, সফিক আহমদ প্রমুখ।
বিদায়ী সভাপতি ফারুক আহমদ বলেন, বিগত দুই বছর আমরা সবার সহযোগিতায় আমাদের সংগঠন থেকে দেশে নানা কর্মকাণ্ড পরিচালনা করেছি, বিশেষ করে করোনা কালীন অক্সিজেন সিলিন্ডার দিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীদের সহযোগিতা করেছি। নবগঠিত কমিটির প্রতি শুভ কামনা।
সভাপতি ওহিদ আহমদ বলেন, সবার সহযোগিতায় সংগঠনকে এগিয়ে নিতে চাই। তিনি উপদেষ্টামণ্ডলীর পরামর্শনুযায়ী সংগঠনের মাধ্যমে নিউইয়র্কে কবর ও বাড়ী কেনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অভিষিক্তরা হলেন- সভাপতি মাসুক আহমদ ওহিদ, সহ-সভাপতি জমির হোসেন ও দুলাল হোসেন, সাধারণ সম্পাদক শামিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, কোষাধ্যক্ষ ফয়ছল কবির, সহ-কোষাধ্যক্ষ জাকারিয়া আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক আলী আহমদ, প্রচার সম্পাদক মোস্তফা অনিক রাজ, সহ-প্রচার সম্পাদক হারুন রশিদ, ক্রীড়া সম্পাদক খালেদ আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক আল মুস্তাজাব, সমাজকল্যাণ সম্পাদক নূরুজ্জামান, অফিস সম্পাদক কামরুল ইসলাম ফয়ছল, সাংস্কৃতিক সম্পাদক আফজাল হোসেন, ইভেন্ট কো-অর্ডিনেটর জাবেদ আহমদ, সহ-ইভেন্ট কো-অর্ডিনেটর রেজাউল আহমেদ।
নবগঠিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করেন বিদায়ী সভাপতি ফারুক আহমদ।
সংবর্ধিত উপদেষ্টামণ্ডলী হলেন- মোহাম্মদ সফিকুর রহমান, মোহাম্মদ আব্দুল মতিন, এনাম আহমদ, মো. নুরুল ইসলাম, মো. নুরুল হক, ইমদাদুল হক ইকবাল, নুর মোহাম্মদ, মুজিবুর রহমান ও আব্দুল কদ্দুস।