বৈরাগীরভিটায় সভ্যতার ঊষালগ্নের প্রত্ন নিদর্শন

বগুড়া : প্রাচীন পুণ্ডুনগর মহাস্থানগড়ের উত্তরপর্ব কোণে বৈরগীরভিটায় এবারের প্রত্ন খনন কাজে পোড়ামাটির এমন কিছু নিদর্শন পাওয়া গেছে যা বিশের প্রাচীন বসতির চিত্র তুলে ধরছে। প্রত্নতাত্তি¡কগণ বলছেন, বৃক্ষের লতাপাতা ফল ছালবাকড় খাওয়ার পর বিশ্ব সভ্যতার সূচনা ঘটে মৃৎপাত্রে।

সারাবিশের প্রত্ন খননে পোড়ামাটির ফলকের সঙ্গে মৃৎপাত্র মানব বসতি ও আচার-আচরণের ইতিহাস তুলে ধরছে। বগুড়ার মহাস্থানগড়ের প্রত্ন খননকাজে প্রধান দায়িত্বপ্রাপ্ত রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা বলেন, এই স্থানে ইতিপূর্বের তিন দফার খননে মন্দিরের ধ্বংসাবশেষসহ দশম ও একাদশ শতকের মূল্যবান নিদর্শন পাওয়া গেছে।

চলতি অর্থবছরের খননে প্রাচীন স্থাপনার বিশষ ধরনের ব্যতিক্রমী অলঙ্কারিক ইট পাওয়া গেছে। যা স্বাভাবিকের চেয়ে বড়। এই ইটগুলোর সঙ্গে সেকালের ব্যবহার্য ঘর গৃহস্থালির নানা সামগ্রী ইতিহাসের পাতায় নতুন তথ্য সংযোজন করবে। এবারের খননে পাওয়া যাচ্ছে পোড়ামাটির গুটিকা, বল, ফসল ঘরে রাখার বিশেষ ধরনের পাত্র। নাহিদ সুলতানা বলেন পোড়ামাটির বিশেষ ধরনের প্রদীপদানি পাওয়া গেছে। যা প্রমাণ করে সভ্যতার উষালগ্নের শৈল্পিক ধারার উপাখ্যান।