বোমা হামলার বিচারের দাবিতে উদীচীর প্রতিবাদ সভা

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র উদীচীর প্রতিবাদ সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি সুব্রত বিশ্বাস।

ঠিকানা রিপোর্ট : যুক্তরাষ্ট্র উদীচীর প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযুদ্ধের তিক্ত অভিজ্ঞতা নিয়ে উদীচী দেশ পুনর্গঠনে এবং সুস্থ সংস্কৃতি বিকাশে সংগঠনের কাজে আত্মনিয়োগ করে। তারই ধারাবাহিকতায় ১৯৯৯ সালে যশোরে তিন দিনব্যাপী উদীচীর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছিল। দেশ-বিদেশ থেকে উদীচীর ভাই-বোন এবং সম্মানিত অতিথি শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিকরা উপস্থিত হন। তখনই সম্মেলনের তৃতীয় দিন অর্থাৎ ৬ মার্চ বিকেলে অনুষ্ঠান চলাকালীন সময়ে এক শক্তিশালী বোমা হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থালে নিহত হন নূর ইসলাম, নাজমুল হুদা তপন, সন্ধ্যা রানী ঘোষ, ইলিয়াস মুন্সী, শাহ আলম বাবুল, বাবুল সূত্রধর, শাহ আলম বুলু, রতন রায় ও রামকৃষ্ণ সহ ১০ জন। আহত হন দুই শতাধিক নারী পুরুষ। তাদের মধ্যে পঞ্চাশ জনের অধিক হাত-পা-চোখ হারিয়ে জীবনের মত পঙ্গু হয়ে যান।
পরিতাপের বিষয়, ঘটনার ২২ বছর অতিক্রান্ত হলেও এই নারকীয় হত্যাযজ্ঞের বিচার আজও হয়নি। সাংস্কৃতিক অঙ্গনে কলঙ্কিত দিন হিসেবে চিহ্নিত করে উদীচী শিল্পীগোষ্ঠী গত ২২ বছর ধরে শহীদদের স্মরণে এবং বিচারের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে। এবারও যথারীতি দেশ-বিদেশের সব উদীচী সংগঠনের নেতৃবৃন্দ বিচারের দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করেছে। যুক্তরাষ্ট্র উদীচীর এই প্রতিবাদ সভা তারই অংশ।
গত ১২ মার্চ বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় উদীচী যুক্তরাষ্ট্র শাখা এই সমাবেশ করে।
সংগঠনের সভাপতি সুব্রত বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি শরাফ সরকার ও ওবায়দুল্লা মামুন, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা জাকির হোসেন বাচ্চু, উদীচী জ্যামাইকা শাখার সভাপতি বাবুল আচার্য, যুক্তরাষ্ট্র মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুলেখা পাল, উদীচীর সদস্য হিরো চৌধুরী, লিয়াকত আলী প্রমূখ।
ঘোষণা পত্র পাঠ করেন সুপর্ণা সরকার রিমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলিম উদ্দিন।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, ইতিহাসের অন্যতম জঘন্য এই হত্যাকান্ড ও বিস্ফোরণের ঘটনায় গত ২২ বছরেও কোন বিচার হয়নি। সরকার প্রথমে বাদী হয়ে মামলা করে এবং প্রহসনের বিচার করে। পরে উদীচীর পক্ষ থেকে পুনর্তদন্তের জন্য আবেদন করা হলে সেটা গৃহীতও হয়েছিল। কিন্তু বর্তমানে মামলা কার্যক্রম স্থবির হয়ে আছে। বক্তারা বলেন, স্বাধীনতার পক্ষ শক্তির সরকার ক্ষমতায় থাকা সত্বেও কোন অদৃশ্য কারণে বার বার তাগিদ দেয়ার পরও সরকার জাতীয় ও স্থানীয় প্রশাসন কোন উদ্যোগ গ্রহণ করেনি এবং করছে না। তাই দেশ বিদেশের উদীচীর পক্ষ থেকে সরকারের কাছে অবিলম্বে বিচার কার্যক্রম শুরু করে মামলার নিস্পত্তি করার দাবি জানাচ্ছি।